বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৩:০৫:১১

৬৮ বছর বয়সে রিকশা চালাচ্ছেন মহেশ ভাট!

 ৬৮ বছর বয়সে রিকশা চালাচ্ছেন মহেশ ভাট!

বিনোদন ডেস্ক: ৬৮ বছর বয়সে রিকশা চালানো শুরু করলেন মহেশ ভাট! কলকাতার রাস্তায় রিকশা চালাতে দেখা গেল তাকে। বাস্তবে নয়, ‘বেগম জান’ ছবির সেটে শুটিংয়ের ফাকে নিছক মজা করার জন্যই রিকশা চালালেন প্রযোজক মহেশ ভাট।

মহেশ ভাটের রিকশার যাত্রী ছিলেন ‘বেগম জান’ ছবির দুই শিল্পী। বিদ্যা বালান এবং পল্লবী শারদাকে আসনে বসিয়ে রিকশা টানলেন মহেশ ভাট। তার টুইটারে দৃশ্যটির ভিডিও টুইট করা হয় হয়।

‘রাজকাহিনী’ ছবির হিন্দি সংস্করণ সৃজিত মুখার্জির প্রথম বলিউড ছবি ‘বেগম জান’। তবে এ ছবির প্রেক্ষাপট বাংলা ভাগ নয়। এ গল্প পাঞ্জাব কেটে দুই ভাগ করার। এখানে বেগম জানের চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। ‘রাজকাহিনী’তে এই চরিত্রে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

এ ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নাসিরউদ্দিন শাহ, গওহর খান, আশীষ বিদ্যার্থী, চাঙ্কি পান্ডে, রাজেশ শর্মার মতো অভিনেতাদের। মহেশ ভাট ও মুকেশ ভাট প্রযোজিত ‘বেগম জান’ ১৪ এপ্রিল মুক্তি পাবে। মিড-ডে।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে