বিনোদন ডেস্ক: সিনেমা কিংবা সিনেমার বাইরের জগতে তো আর কম আলোচিত হননি সঞ্জয় দত্ত। ‘মুন্না ভাই’–এর জীবনী নিয়ে শেষমেশ সিনেমা হচ্ছে, সেটা এখন পুরোনো খবর। সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রনবীর কাপুর, সে খবরও বাসি হয়ে গেছে।
এবার সঞ্জয়ের সাজে রনবীরকে ঠিক কেমন মানালো, সে সেটা দেখার অপেক্ষা ছিল। তাও পূরণ হলো গতকাল বুধবার। কাল সঞ্জয়ের বুড়ো বয়সের বেশভুষায় একটি ছবি বেড়িয়েছে রনবীর কাপুরের। আর সেখানে তাকে হুবহু সঞ্জয়ের মতোই মনে হচ্ছে। সঞ্জয়ের মতোই চুলের স্টাইল, খোঁচা খোঁচা দাড়ি। সব মিলে দুজনকে এক সাথে করলে মনে হবে মেলায় হারিয়ে যাওয়া জমজ ভাই!
অনেকটা ঠিক চার্লি চ্যাপলিনের গল্পটা মনে করা যেতে পারে। চ্যাপলিন নিজেই নাকি একবার চার্লি চ্যাপলিনের মতো অভিনয় করার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন। সঞ্জয়ের মতো করে অভিনয় করার প্রতিযোগিতাতেও যে তেমনই ঘটতে যাচ্ছে! রনবীরের সাজ দেখে তা–ই মনে হচ্ছে!
এরই মধ্যে নাকি ছবির কাজ ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আর সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করতে পেরে দারুণ খুশি রনবীর। সঞ্জয় দত্তের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসার কথা জানিয়েছেন অকপটে।-হিন্দুস্তান টাইমস
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস