বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৪:২৮:৫৭

শাকিব খানের বাচ্চা জয়ও অসুস্থ, দোয়া চাইলেন অপু বিশ্বাস

শাকিব খানের বাচ্চা জয়ও অসুস্থ, দোয়া চাইলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: শাকিব খান অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। সেখানে চলছে তার চেকআপ। উচ্চ রক্তচাপ, ঘাড়ের ব্যাথা নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন কিং খান। তার আত্মীয়রা ধারণা করছেন, লিভারের পুরনো সমস্যাটাও নতুন করে ভোগাচ্ছে হয়তো।

এদিকে শাকিব হাসপাতালে গেছেন শুনে উদ্বিগ্ন তার স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। দুশ্চিন্তা আর উদ্বেগ মাখা কণ্ঠে বললেন, ‘হঠাৎ করে ওর শরীরটা খারাপ শুনে আৎকে উঠেছি। আমি খবর নিয়েছি। সবকিছু অনুকূলেই আছে। সবাই শাকিবের জন্য দোয়া করবেন।’

অপু আরও বলেন, ‘আমি বাইরে থেকে বাসায় ফিরলাম খানিক আগে। আমার বাচ্চাটাও (জয়) কিছুটা অসুস্থ। বাচ্চার কন্ডিশন (অবস্থা) দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করে হাসপাতালে যাব।’

জানা গেছে, চিত্রনায়ক শাকিব খান আজ সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন। পরে আত্মীয় স্বজনের পরামর্শে দুপুর ১২ টার দিকে চেকআপ করানোর জন্য রাজধানীর ল্যাব এইড হাসপাতালে যান। হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে ইসিজি করেন এই নায়ক। আরও কিছু পরীক্ষা চলবে তার।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে