বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৪:৪৬:২২

শাকিবকে দেখতে হাসপাতালে সন্তানসহ অপু বিশ্বাস

শাকিবকে দেখতে হাসপাতালে সন্তানসহ অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে ল্যাবএইড হাসপাতালে। সেখানে তাকে দেখতে ছুটে গেলেন তার স্ত্রী অপু বিশ্বাস। সঙ্গে তাদের সন্তান আবরাম খান জয়ও রয়েছে।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন তিনি। এ সময় তার সঙ্গে রয়েছেন চাচাতো ভাই মনির।  

হাসপাতাল সূত্রে জানা গেছে,  শাকিব খান সুস্থ আছেন। বিশেষজ্ঞ ডাক্তারা তার চেকআপ করেছেন এবং কিছু টেস্ট দিয়েছেন। মূলত খাবারের অনিময়ের জন্য এসিডিটির সমস্যা হয়েছে বলে জানান তারা। এখন শাকিব খান হাসপাতালে বিশ্রামে আছেন।  

তবে আজ তিনি বাসায় ফিরতে পারবেন কি না তা নির্ভর করছে চিকিৎসকদের উপর। পরীক্ষার রিপোর্ট দেখে তারা সিদ্ধান্ত নেবেন। এদিকে আগামীকাল ‘রংবাজ’ ছবির শুটিংয়ের জন্য ঢাকা ত্যাগ করার কথা ছিলো শাকিব খানের।

কয়েকদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে চাপে আছেন শাকিব খান। গতকাল ১০ এপ্রিল সোমবার দীর্ঘ দিনের আড়াল ভেঙে প্রকাশ্যে এসেই বোমা ফাঁটান অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে সম্পর্ক, বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করেন। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমকে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠে শাকিব-অপু।

শাকিব বলেন, অপুর সঙ্গে তার বিয়ে হয়নি। এরপর মঙ্গলবার টেলিভিশনে এসে শাকিব বলেন, অপুর সঙ্গে বিয়ে হয়েছে, সে তার স্ত্রী। এ সময় তিনি বলেন, ‘তার জনপ্রিয়তা ও সফলতায় অনেক শত্রু তৈরি হয়েছে। তারাই কাছের লোককে দিয়ে এই কাজটা করিয়েছে। অপুকে ট্র্যাপে ফেলে মিডিয়ার সামনে হুট করে এনেছে। যেটা আমি চিন্তাও করতে পারিনি।’
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে