বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০৬:৪০:০৮

হাসপাতালে শাকিবকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়লেন অপু বিশ্বাস

হাসপাতালে শাকিবকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়লেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : হাসপাতালে শাকিব খানকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন অপু বিশ্বাস। হাসপাতালে লিফটে ওঠার সময় তিনি বলেন, ‘মানুষের মুখ থেকে শুনতে হলো শাকিব অসুস্থ। আগে দেখি তার কী অবস্থা। তারপর বলতে পারব।’

আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটা ৪০ মিনিটে ছেলে আব্রাহামকে নিয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আসেন অপু। এ সময় তিনি বোরকা পড়ে ছিলেন। হাসপাতালে শাকিবের সঙ্গে দেখা করেন তিনি। পরে ডিউটি ডাক্তারদের কাছ থেকে শাকিবের স্বাস্থ্যের খোঁজ নেন। তবে তিনি মিনিট ১৫ পরই হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। গাড়িতে ওঠার সময় কারও সঙ্গে কথা বলেননি।

পরে গাড়িতে ওঠে অপু বলেন, ‘শাকিব সুস্থ আছে। আমি যখন ওকে দেখতে যাই, তখন ওর রক্তচাপ মাপা হচ্ছিল। ডাক্তার বলেছেন, খুব তাড়াতাড়ি ওকে বাসায় নিয়ে যেতে পারব।’

তাড়াতাড়ি বের হয়ে আসার ব্যাপারে বললেন, ‘নিকেতন থেকে হাসপাতালে আসতে প্রায় ২ ঘণ্টা লেগেছে। বাচ্চাটা সঙ্গে। ফিরতেও যদি এতটা সময় লাগে, তাহলে বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। তাই বেশিক্ষণ দেরি করিনি। শাকিব এখন বিশ্রাম নিচ্ছে। এটাই এখন ওর বেশি দরকার।’
১৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে