এমটিনিউজ, ঢাকা: ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে নায়িকা অপু বিশ্বাসের বিয়ে ও সন্তান বিষয়ে গত কয়েকদিন শোবিজ ছিল তোলপাড়। সবশেষ শাকিব খান অপু ও ছেলে আব্রাহাম খানকে মেনে নিয়েছেন।
কয়েকদিন আগে যখন হুট করে টিভি লাইভে এসে অপু বিশ্বাস জানালেন, তার ও শাকিবের সন্তানের নাম আব্রাহাম খান জয়। এরপরই জয় টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সোশ্যাল মিডিয়া অঙ্গন।
এরপর অনেকের ফেসবুকেই অপু বিশ্বাস ও তার ছেলে আব্রাহাম খান জয়ের ছবি পোস্ট করে বিভিন্ন মন্তব্য লিখতে দেখা যায়।
MD Joynal Abdin নামক একজন তার নিজের ফেসবুক আইডিতে অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়ের ছবি পোস্ট করে উপরে লিখেছেন ‘কিউট এর ডিব্বা'।
Tahsan Parvej নামক আরেকজন লিখেছেন ‘কিউট বেবি’। এদিকে চিত্রনির্মাতা দেবাশীষ বিশ্বাস ঘোষণা দিয়ে বসেছেন, ২০ বছর পর তার সিনেমার নায়ক হবে আব্রাহাম খান জয়।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি