বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০২:৫৬:২০

সোনুকে মাথা মুড়িয়ে জুতার মালা পরালে ২০ লাখ রুপি পুরস্কার

সোনুকে মাথা মুড়িয়ে জুতার মালা পরালে ২০ লাখ রুপি পুরস্কার

বিনোদন ডেস্ক: আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে এবার কঠোর শাস্তি-হুশিয়ারীর মুখোমুখি হলেন ভারতীয় সঙ্গীত তারকা সোনু নিগম।

সোনুর মাথা মোড়ালে নগত ২০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতীয় ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিল।
 
ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি এই ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে আল কাদেরি বলেন, ‘কেউ সোনু নিগমের মাথা মুড়িয়ে তার গলায় পুরনো ছেঁড়া জুতার মালা পরিয়ে দিয়ে ঘোরাতে পারলে ব্যক্তিগতভাবে তাকে বিশ লাখ রুপি দেয়া হবে।’
 
উল্লেখ্য, আজান নিয়ে বিতর্কিত টুইটের জেরে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর সমালোচনা করা হয় গায়ক সোনু নিগমকে নিয়ে। তবে এরপরও তিনি সমানে টুইট করে গিয়েছেন।
 
মঙ্গলবার দুপুরে তিনি টুইটে লেখেন, ‘…আপনার স্ট্যান্ড দেখে বোঝা যায় আপনার আইকিউ কোন লেভেলের। আমি বলেছিলাম মসজিদ এবং মন্দিরে লাউডস্পিকার বাজানো উচিত নয়।’
 
মুম্বাইতে সোনু যেখানে থাকেন তার ঠিক সামনেই একটি মসজিদ রয়েছে। প্রতি দিন ভোরে আজানের শব্দে তাঁর ঘুম ভাঙে, এমনটাই তার দাবি।

তার দাবি ছিল, ‘তিনি মুসলিম নন। অথচ প্রতি দিন সকালে আজানের আওয়াজে তার ঘুম ভাঙে। এর পরেই তার প্রশ্ন, ‘জোর করে এ ভাবে ধর্মের সশব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?’
 
মিনিট পাঁচেক পরের এক টুইটে লিখেন, ‘মুহাম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন, তখন তো বিদ্যুৎ ছিল না। তা হলে এখন এই চিত্কার-চ্যাঁচামেচি কেন সহ্য করতে হবে?’

সোনু লিখেন, ‘মন্দির বা গুরুদ্বারেও ভোরবেলা আলো জ্বালিয়ে অন্য ধর্মের মানুষের ঘুম ভাঙিয়ে দেওয়াতেও আমি বিশ্বাস করি না।’
 
টুইটারে সোনুর এইসব মন্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। খবর- এই সময়, টাইমস অব ইন্ডিয়া।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে