বিনোদন ডেস্ক : টানা দু’বছর ধরে একই প্রশ্নের উত্তর খুঁজে যাওয়া ৷ কাটাপ্পা কেন মারল বাহুবলিকে ৷ প্রথম বাহুবলিই উসকে দিয়েছিল দর্শকদের বাহুবলি ২ দেখার জন্য ৷ তখনই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বুঝে গিয়েছিল বক্স অফিসে ঝড় তুলতে আসছে বাহুবলি-২৷
আর যেমন ভাবনা তেমনি ঘটল৷ সবাইকে তাক লাগিয়ে মুক্তির তিনদিনের মধ্যেই বাহুবলির ঝুলিতে ৫৪০ কোটি টাকা৷ গোটা বিশ্বই বুঁদ হয়ে রয়েছে বাহুবলি ম্যাজিকে!
তবে জানেন কি? এই বাহুবলি ২-তে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন এই ছবির অভিনেতারা ? যদি পারিশ্রমিকের একটি তালিকা বানানো হয়, তাহলে যিনি গোটা দু’বছর ছিলেন শিরোনামে সেই কাটাপ্পাই সবার মধ্যে কম পারিশ্রমিক পেয়েছিলেন ৷ বাহুবলিতে অভিনয় করে কাটাপ্পা (সত্যরাজ) পেয়েছেন ২ কোটি টাকা!
শিবগামির চরিত্রে অভিনয় করে রামাইয়া কৃষ্ণাণ পারিশ্রমিক হিসেবে পান ২.৫ কোটি টাকা ৷ অবান্তিকার চরিত্রে অভিনয় করে পারশ্রমিক হিসেবে তামান্না ভাটিয়া পান ৫ কোটি টাকা৷ এই একই পারশ্রমিক নেন অভিনেত্রী অনুষ্কা শেট্টি৷ দেবসেনার চরিত্রে অভিনয় করার জন্য অনুষ্কা নেন, ৫ কোটি টাকা ৷
বাহুবলি-র সঙ্গে আসল টক্করটাই ছিল বল্লালদেবের ৷ বল্লারদেবের চরিত্রে অভিনয় করে রানা ডগ্গুবতি পারিশ্রমিক হিসেবে নেন ১৫ কোটি টাকা৷ অন্যদিকে বাহুবলি তথা প্রভাস রাজু উপ্পলাতি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ২৫ কোটি টাকা৷ তবে সবার ওপর পরিচালকই শ্রেষ্ঠ৷ যার যতনে বাহুবলি বেড়ে উঠল সেই রাজামৌলি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ২৮ কোটি টাকা!
১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস