বিনোদন ডেস্ক: এম এস ধোনির জীবনী নিয়ে তৈরী চলচিত্র ‘ধোনি’ সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তার রোম্যান্স মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। পর্দায় ধোনির প্রেমিকা হিসেবে তাঁর নাম ছিল প্রিয়ঙ্কা ঝা। যাই হোক, দিশা পাটনি কিন্তু বাস্তবেও ক্রিকেট নিয়ে বেশ উৎসাহী। নিয়মিত ক্রিকেটের খবরাখবর রাখেন।
‘ধোনি’ ছবিটি ছাড়াও টাইগার শ্রফের গার্লফ্রেন্ড দিশার ক্রিকেট কানেকশন বলতে সাম্প্রতিককালে আইপিএল-এর উদ্বোধনে পারফর্ম করা। ইন্দোরে এপ্রিলের শুরুতেই আইপিএল পারফর্ম করার পরে তিনি টুইট করেছিলেন, ‘ইন্দোর তোমাকে ধন্যবাদ। লাভ আইপিএল। ’ ধোনি কিন্তু এহেন দিশা পাটনির মোটেও পছন্দের ক্রিকেটার নন। তিনি আসলে বিরাট কোহলির সঙ্গে ডেটিংয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।
সম্প্রতি দিশা পাটনি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে বিরাট কোহলির প্রতি নিজের ‘গোপন’ ক্রাশের কথা জানান। তাঁর অকপট উক্তি— ‘বিরাট কোহলির সঙ্গে ডেটিংয়ে যাওয়ার স্বপ্ন দেখি। ’ এমনিতেই ক্রিকেট বিশ্বে নিজের চেহারার জন্য অগণিত গুণমুগ্ধ ভক্ত রয়েছে কোহলির। এক পাক ও এক ব্রিটিশ মহিলা ক্রিকেটার তো বিরাট কোহলিকে সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়েছিলেন।
যাই হোক, বিরাটের বান্ধবীও বলিউড-খ্যাত অনুষ্কা শর্মা। দিশা পাটনির এহেন ‘আবদারে’ অনুষ্কা যে মোটেই খুশি হবেন না, তা বলাই বাহুল্য!
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস