রবিবার, ০৭ মে, ২০১৭, ০৯:৪৯:০৯

মিমি নুসরাতের বোন! ফাঁস করলেন বাংলার আইটেম গার্ল

মিমি নুসরাতের বোন! ফাঁস করলেন বাংলার আইটেম গার্ল

বিনোদন ডেস্ক: ওপার বাংলায় টলিপাড়ায় হইচই! কারণ, দুই সুন্দরী তারকা মিমি-নুসরাত একই মায়ের পেটের দুই সন্তান না হলেও, তাঁরা দুই বোন! তবে কি? আর এই দুই বোনকে নিয়েই এখন হই হই রই কান্ড কলকাতার টালিগঞ্জে৷ হ্যাঁ! এক্কেবারে চমকে দেওয়ার মতোই ঘটনা বটে৷

আর তাদের বোন হওয়ার কথাটা ফাঁস করেছেন নুসরাত জাহান৷ এখনও বেশ খটকা লাগছে তো?  আসলে এর পিছনে আছে অন্য এক ঘটনা? কী সেই চাঞ্চল্যকর কথা?  সম্প্রতি একি সোস্যাল নেটওয়ার্কিং সাইটে এই রহস্য খোলসা করেছেন নুসরাত৷ তিনি লিখেছেন, কিছুদিন আগে তাঁর বয়ফ্রেন্ড কাদের খানের সঙ্গে বেশ সমস্যা চলছিল৷ এতটাই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, কোন বন্ধুকেই তিনি কাছে পাননি৷

তবে, ভগবানের মতো উদয় হয়ে নুসরাতের দুর্দিনে পাশে দাঁড়িয়েছিলেন টলিউডের অন্য এক জনপ্রিয় অভিনেত্রী মিমি৷ এই রুপোলি পর্দার শিল্পজগতে নুসরাতের অতি ঘনিষ্ঠ বন্ধু একমাত্র মিমি৷ তাই সেই দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য মিমিকে বোন হিসেবেই সবার সামনে তুলে ধরেছেন বাংলা সিনেমার অন্যতম ‘আইটেম’ গার্ল নুসরাত৷

অন্যদিকে মিমিও জানিয়েছেন, তার সঙ্গে অভিনেতা রাজের ব্রেকআপ হওয়ার পর তিনি খুব ভেঙে পড়েছিলেন৷ তার সেই সময়কার নানা সমস্যার প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে পেয়েছেন নুসরাতকে৷

টলিপাড়া এবং এই ইন্ড্রাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, তারা ভালো করেই জানেন এই দুই তারকার বন্ধুত্বের কথা৷ শ্যূটিং এবং কাজের অবসরে তারা একসঙ্গেই কাটান৷ একসঙ্গে শপিং করা, আড্ডা দেওয়া, খাওয়া-দাওয়া একে অন্যকে ছাড়া করে না৷ তাদের বন্ধুত্ব এক্কেবারে দুই বোনের মতোই৷ ইতিমধ্যে তারা একসঙ্গে দু’টি ছবিও করেছেন৷ আগামীদিনে আরও করার ইচ্ছে আছে বলেও তারা জানিয়েছেন৷
০৭ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে