শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৯:০৯:৪৫

চিরতরেই পাকিস্তান থেকে বিদায় নিচ্ছেন আদনান সামি

চিরতরেই পাকিস্তান থেকে বিদায় নিচ্ছেন আদনান সামি

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে শিব সেনাকর্মীদের বিক্ষোভের মুখে ভারতে পাকিস্তানির শিল্পী গুলাম আলির অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পাকিস্তানি লেখকের বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজকের মুখে কালি ছিটিয়ে দেয়া হয়। একে একে পাকিস্তানের ক্রিকেটার, আম্পায়ার এবং নায়ক-নায়িকাদের ভারত থেকে চলে যেতে বিক্ষোভ গড়ে তোলা হয়। আর এমন সময় শোনা যাচ্ছে, পাকিস্তানেরই এক গায়ক ভারতের নাগরিকত্ব পাচ্ছেন। তিনি হলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আদনান সামি। প্রায় দু'বছর ধরে ভারতের নাগরিকত্ব লাভের প্র্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আদনান সামি। কিন্তু কিছুতেই তিনি নাগরিকত্ব পাচ্ছেন না। তেব এত সহজে তিনিও হাল চাড়ার পাত্র নয়। আবারো ভারতীয় নাগরিকত্বের জন্য স্বরাষ্ট্র দপ্তরে আবেদন জমা দিয়েছেন তিনি। ইতোমধ্যে তার আবেদন পত্র আইনমন্ত্রণালয়ের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়। আইনমন্ত্রণালয় সেই আবেদন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ফেরত পাঠান। কারণ ভারতীয় নাগরিকত্ব আইন স্বরাষ্ট দপ্তরের অধীনে। তাছাড়া আইনমন্ত্রণালয় জানিয়েছেন, বিজ্ঞান, দর্শন ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য নাগরিকত্ব দেওয়ারও সংস্থান রয়েছে। এমনকি বিশ্বশান্তি এবং মানব কল্যানের জন্য কর্মরত ব্যক্তিরাও এদেশের নাগরিকত্ব পেতে পারেন। ২০০১ সাল থেকে ভারতে রয়েছেন তিনি। তাই ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, ১৫৫ অনুযায়ী এই নাগরিকত্ব পেতে চলেছেন তিনি। নাগরিকত্বের আবেদনে আদনান সামি জানান যে তিনি অনেক আগেই পাকিস্তনের নাগরিকত্ব ছেড়েছেন এবং এদেশেই রয়েছেন। তার নাগরিকত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ও। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু গত অগাস্ট মাসে লোকসভায় জানান, আইন অনুযায়ীই ভারতে যতদিন খুশি থাকতে পারেন আদনান সামি। মানবিকতার খাতিরে থাকতে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানে তার পাসপোর্ট পুনর্নবীকরণের আবেদন খারিজ করে দেয়া হয়। তারপরই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানান। তার আবেদন যদি মোদি সরকার গ্রহণ করে তাহলে তা শিব সেনার ভাবমূর্তি ক্ষুন্ন করবে বলে মনে করা হচ্ছে। ২০০১ সালের ১৩ মার্চ প্রথম ভারতে আসেন আদনান সামি। এক বছরের ভিসা নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন পাকিস্তানি এসংগীত শিল্পী। আর সেখানে বসেই বলিউড প্লে-ব্যাক ও একক অ্যালবাম প্রকাশ করে মাতিয়েছেন উপমহাদেশের সংগীতপ্রিয় মানুষের মন। তবে গেলো বছরের শেষ নাগাদ নাগরিকত্ব নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয় এই শিল্পীকে। শেষ পর্যন্ত তিনি নাগরিকত্ব ছাড়ছেন তবে সেটা ভারতের নয় মাতৃভূমি পাকিস্তানেরই। পাকিস্তানি দৈনিক দি নিউজট্রাইবের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে ভারতের সুপ্রীম কোর্টে ভারতীয় নাগরিকত্ব চেয়ে একটি আবেদন করেছেন সামি। ভারতের এটর্নি জেনারেল জানিয়েছেন প্রায় দীর্ঘ এক দশক ধরে ভারতে অবস্থান করছেন সামি। এছাড়াও ভারতের শিল্প-সংস্কৃতিতে সামির অবদানের কথা বিবেচনা করে আবেদনটি যাচাই করবে আদালত। এটর্নি জেনারেলের কথা ও সম্প্রতি আদনান সামির পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ নবায়ন না করায় সামি ভক্তরা এক প্রকার ধরেই নিয়েছেন পাকিস্তানের নাগরিকত্ব ছাড়তে যাচ্ছেন আদনান সামি। ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে