বিনোদন ডেস্ক: সালমান খান নাকি এবার ৩০ কোটির একটি পেন্ট হাউজ কিনছেন? অবাক লাগছে শুনতে? তাও ওই পেন্ট হাউজ সালমান কার জন্য কিনছেন বলুন তো ? বি টাউনের গুঞ্জন, রোমানিয়ান বান্ধবী ইউলিয়া ভানটুরের জন্যই নাকি সালমান ওই পেন্ট হাউজ কিনছেন l যার মূল্য কমপক্ষে ৩০ কোটি l আর ওই খবর ছড়াতেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ইউলিয়ার সঙ্গে ওই নতুন পেন্ট হাউজে গৃহপ্রবেশ করবেন সেলিম খানের অভিনেতা পুত্র?
জানা যাচ্ছে, ১৫০০ স্ক্যয়ার ফিটের ওই পেন্ট হাউজ তাঁর লেডিলাভের জন্যই কিনছেন বলিউডের ভাইজান l তবে এ বিষয়ে মুখে রা কাটেননি সালমান খান l মুখ খুলতে দেখা যায়নি খান পরিবারের কাউকেওl আর ইউলিয়া? সালমান খানকে নিয়ে কোনওদিনই সেভাবে কোনও মন্তব্য করতে দেখা যায়নি ইউলিয়াকে l
সালমানের হাত ধরে বিভিন্ন অনুষ্ঠানে গেলেও, সালমানকে নিয়ে কোনও মন্তব্য কখনও করেননি ইউলিয়া l তবে এই প্রথম নয়, এর আগেও ২০ কোটির একটি পেন্ট হাউজ কিনেছেন সালমান খান l
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস