বিনোদন ডেস্ক: বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শাহরুখ খানের- এমন গুজবেই বুধবার তোলপাড় শুরু হয় বলিউড পাড়ায়। আকস্মিক এ খবরে শাহরুখ ফ্যানদের অনেকের মাথায়ই আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কিন্তু খবরটি ছিল নিছকই গুজব।
বিদেশি একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, নিজের ব্যক্তিগত বিমানে প্যারিস যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় সুপারস্টার। শাহরুখের সঙ্গে এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরো সাতজন।
খারাপ আবহাওয়ার কারণে অবতরণের সময় বিমানটি নাকি জাহাজের একটি কন্টেনার ক্রেনে গিয়ে ধাক্কা মারে। এখানেই শেষ নয়, ওই প্রতিবেদনে আরো দাবি করা হয়, ফ্রান্সের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পরে শাহরুখ খানের প্রোডাকশন সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট-এর পক্ষ থেকে জানানো হয়, এমন কোনো দুর্ঘটনা ঘটেনি।-এবেলা
এমটিনিউজ২৪/এম.জে