শুক্রবার, ০২ জুন, ২০১৭, ১১:৩২:০৬

‘বাহুবলী’র নায়ক প্রভাসের বিয়ে নিয়ে যা বললেন তার মা

‘বাহুবলী’র নায়ক প্রভাসের বিয়ে নিয়ে যা বললেন তার মা

বিনোদন ডেস্ক: ভারতে এখন সবচেয়ে আলোচিত ব্যাচেলার ‘বাহুবলী’র নায়ক প্রভাস। বেশিরভাগ মেয়েদেরই স্বপ্নের নায়ক তিনি। শোনা গেছে ‘বাহুবলী-২’ মুক্তির পর এ পর্যন্ত নাকি ছয় হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস।

তবে এ বিষয়ে একেবারেই নির্বিকার তিনি। ‘বাহুবলী’র জন্য নাকি বিয়ের প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন প্রভাস। কিন্তু ‘বাহুবলী’র পরও তার বিয়ের কোনো খবর নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভাসের কাছে এক সাংবাদিক তার বিয়ের ব্যাপারে জানতে চান। প্রশ্ন করা হয়, আপনার মা তো বোধহয় আপনার জন্য মেয়ে খুঁজছেন? বিয়েটা হচ্ছে কবে? উত্তরে শুধুই হেসেছিলেন প্রভাস। কোনো জবাব মেলেনি।

 গুঞ্জন উঠেছে, ভারতের নামকরা শিল্পপতি ভূপতি রাজুর নাতনিতে নাকি তিনি বিয়ে করবেন প্রভাস। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ায় এবার ক্ষুব্ধ হলেন প্রভাসের মা ও তার পরিবার।

সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এটা সত্য হতে পারে না। বারংবার কেন তার ছেলেকে নিয়ে এমন গুজব উঠছে তাও জানতে চেয়েছেন প্রভাসের মা।

এক সাক্ষাৎকারে প্রভাস বলেছেন, তার মা তাকে বিয়ে করার কথা নিয়মিত বলছেন। এখনো পছন্দের কেউ না থাকায় শিগগিরই বিয়ে হচ্ছে না বলে জানিয়েছেন প্রভাস। কারণ কাজের প্রতি এখন কনসেনট্রেট করতে চান তিনি।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে