কাজলকে খুব মিস্ করতেন শাহরুখ খান!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বলিউডের সব থেকে হিট জুটি শাহরুখ ও কাজলকেই বলা হয়ে থাকে। এ জুটির ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন সিনেপ্রেমিরা। দীর্ঘদিন ধরে এ জুটিকে পর্দায় দেখেননি দর্শক। 
এদিকে দীর্ঘ বিরতিতে কাজলকে ছাড়া যে কয়টি ছবিতে অভিনয় করেছেন কিং খান, তার সবকটাতেই কাজলকে মিস করেছেন খুব। বিষয়টি অকপটে স্বীকার করলেন সাংবাদিকের সামনে। এ সময় কাজল প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ ছিলেন এসআরকে। 
তিনি বললেন, 'আমার মতো বিরতিহীন লোকেরা কেবল বেশি বেশি ছবি করতে চায়, বেশি টাকা কামাতে চায়। কাজল অমন নয়। সে এসবের পরোয়া করে না। আর তাই আমরা তাকে ধন্যবাদ জানাই যে ছবিটার (দিলওয়ালে) জন্য সে সময় বের করতে পেরেছে।'
এমন সময় অতীতের মাঠঘাট থেকেও খানিকটা ঘুরে আসেন এসআরকে। জানা গেল, 'বাজিগর' ছবির সেটেই তাদের পরিচয়। সেখানেই বন্ধুত্ব। 
শাহরুখ বললেন, ‘বাজিগরে কাজ করার সময় আমির (আমির খান) আমাকে একবার ফোন দিয়ে কাজলের ব্যাপারে জানতে চাইল। বলল, সে নাকি তার সঙ্গে কাজ করতে চায়। আমি আমিরকে বললাম, কাজল খুব খারাপ। ফোকাস নেই। তার সঙ্গে তুমি কাজ করতে পারবে না। এরপর সন্ধ্যায় তার কাজের নমুনা দেখলাম। দেখেই আবার আমিরকে কল দিতে লাগলাম এটা বলার জন্য যে, পর্দায় তাকে কতটা জাদুকরী দেখায়।’
২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �