হেট স্টোরির পর পাওলি আসছেন লাভ স্টোরি নিয়ে
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ‘হেট স্টোরি’খ্যাত আলোচিত ও সমালোচিত নায়িকা পাওলি দাম এবার পর্দা কাঁপাতে আসছে লাভ স্টোরি নিয়ে।
তবে তার ক্যারিয়ারের গায়ে ইতিমধ্যে লেগে যাওয়া ‘বোল্ড’ তকমাটা সম্ভবত সহসা ত্যাগ করতে পারবেন না। আর তাই নতুন ছবি ‘ইয়ারা সিলি সিলি’তে অভিনয় করেছেন এক যৌনকর্মীর চরিত্রে। 
সাহসী সংলাপ ও খিস্তিখেউড় থাকলেও আইএএনএস এর খবরে জানা গেল সেন্সর বোর্ড নাকি উল্টো ছবিটার প্রশংসায় পঞ্চমুখ! আর এমনটা জানালেন পরিচালক সুভাস শেগাল।
পাওলি বললেন, ‘‘আমার চরিত্রটা যৌনকর্মীর হলেও এটা ‘হেট স্টোরি’র চেয়ে একেবারে আলাদা। এই চরিত্রে লাভ স্টোরি আছে।’’ ছবিতে পাওলির বিপরীতে আছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। ছবিটি মুক্তি পাচ্ছে ৬ নভেম্বর।
২৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �