মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫, ০৮:৩০:৪৯

সালমান শাহ’র মায়ের নারাজিতে আসামি যারা

সালমান শাহ’র মায়ের নারাজিতে আসামি যারা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চলচিত্র নায়ক চৌধুরী মোহাম্মদ ইমন ওরফে সালমান শাহ (২৫) হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের রিভিশন মামলার শুনানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে শুনানি হয়। শুনানি শেষ না হওয়ায় মামলার কার্যক্রম আগামী ১২ নভেম্বর পর্যন্ত মুলতবি করে আদালত। মহানগর দায়রা জজ আদালত ১৯৯৯ সালের ২৭ জুলাই বাদীপক্ষের রিভিশন গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। বিচার বিভাগীয় তদন্তের ওই আদেশে দায়রা জজ বিচার বিভাগীয় তদন্তের পর নথি দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশও দিয়েছিলেন। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত বিচার বিভাগীয় তদন্তের পর নথি দায়রা জজ আদালতে না পাঠিয়ে বাদীর নারাজি নিয়ে ফের তদন্তের আদেশ দিয়েছেন। শুনানিতে উভয়পক্ষ মামলাটির একাধিবার তদন্ত এবং ম্যাজিস্ট্রেট আদালতের পুরনায় তদন্তের আদেশ দেয়ার পক্ষে-বিপক্ষে উচ্চ আদালতের বিভিন্ন নজির উপস্থাপন করেন। পরে আদালত মামলার কার্যক্রম আগামী ১২ নভেম্বর পর্যন্ত মুলতবি করে। শুনানিকালে সালমান শাহর মা নিলুফার চৌধুরী ওরফে নিলা চৌধুরী (৬৫) আদালতে উপস্থিত ছিলেন। এসময় সালমান শাহ’র শতাধিক ভক্তও আদালত চত্বরে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করছিল। উল্লেখ্য, বিচার বিভাগীয় তদন্তের ওপর নারাজির পরিপ্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি ঢাকা সিএমএম আদালত র‌্যাবকে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে রিভিশন করে রাষ্ট্রপক্ষ। নীলা চৌধুরী নারাজিতে মাফিয়া ডন আজিজ মোহাম্মাদ ভাইসহ ১১ জনের নাম উল্লেখ করেন। অপর ১০ জন হলেন সালমান শাহ’র স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, রেজভী আহমেদ ওরফে ফরহাদ, এফ ডিসির সহকারী নিত্য পরিচালক নজরুল শেখ নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও গৃহপরিচারিকা মনোয়ারা বেগম। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ১১/বি নিউ স্কাটন রোর্ডের স্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে