বিদ্যা বালান যখন কুলি!
বিনোদন ডেস্ক : কোনো কিছুতেই সাজতে বাদ যায়নি তার। এর আগে নানা রূপে তাকে দেখা গেছে। ভিখারি থেকে শুরু করে জ্যোতিষীও হয়েছিলেন বিদ্যা বালান।
সিনেমায় সাজলে না হয় বিষয়টিকে স্রেফ অভিনয় হিসেবে নেয়া যেত। কিন্তু এবার সত্যি সত্যিই যে কাধে মোট তুলছেন বিদ্যা!
বিদ্যাকে কুলির জীবনে নিয়ে এসেছে ছোটপর্দার এক রিয়্যালিটি শো ‘মিশন সপনে’। এ শোতে সেলিব্রিটিরা একদিনের জন্য সাধারণ মানুষের জীবন কাটান। এ পেশাটি একদিনের জন্য, যা উপার্জন হয় তা দিয়েই সাহায্য করেন সেই মানুষটিকে।
সেই শোতে যোগ দিয়ে বিদ্যা হাত রাখতে চাইলেন রাজস্থানের প্রথম মহিলা কুলি মঞ্জুর জুতোয়। মঞ্জুর পেশায় একদিনেই চোখ খুলে গেল বিদ্যার।
বিদ্যা বলেন, আমরা সেলিব্রিটিরা বেশির ভাগ সময়ই ভুলে যাই সাধারণ মানুষের জীবনে কতটা লড়াই থাকে। মঞ্জুর কাজ করতে গিয়ে সেটাই নতুন করে উপলব্ধি করলাম। মঞ্জুর কাজটা মোটেও সহজ নয়।
মেয়েরাও যে কুলি হতে পারে পুরুষতান্ত্রিক সমাজে সেটা কজন ভাবতে পারেন? তবে মোট বয়ে যে টাকাটা পাবেন, সেটা দিয়ে কী করতে চলেছেন বিদ্যা?
বিদ্যার সাফ কতা, ওটা তিনি দিয়ে দেবেন মঞ্জুকে। যথাসাধ্য চেষ্টা করবেন, যাতে ভালোভাবে পড়াশোনা করে বড় হতে পারে মঞ্জুর ছেলেমেয়েরা।
সূত্র : এনডিটিভি
২৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�