বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ১১:১১:২৪

অবশেষে হিমুর স্বপ্নপূরণ

অবশেষে হিমুর স্বপ্নপূরণ

বিনোদন ডেস্ক : গুণি নির্মাতা আমজাদ হোসেনের ‘সন্দুরী’ চলচ্চিত্রে ববিতার অভিনয় দেখে সেই ছোট বেলায়ই খুব মুগ্ধ হয়েছিলেন অভিনেত্রী হোমায়রা হিমু। সেই থেকেই সুন্দরী নামটি তার খুব প্রিয় হয়ে যায়। শুধু তাই নয়, মিডিয়াতে কাজ করতে এসে এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার আগ্রহ জন্মায় তার। কিন্তু ব্যাটে-বলে সুযোগ হয়নি তার। অবশেষে সেই একই ধরনের চরিত্র না হলেও ‘সুন্দরী’ নামের চরিত্রে কাজ করার সুযোগ মিলে যায় হোমায়রা হিমুর। তবে তা চলচ্চিত্রে নয়, একটি ধারাবাহিক নাটকে এ ‘সুন্দরী’ চরিত্রে কাজ করার সুযোগ পেলেন হিমু। দেবাশীষ চক্রবর্তী পরিচালিত এ ধারাবাহিকটির নাম ‘ছন্নছাড়া’। এতে হিমুর চরিত্রটিই প্রধান। এরই মধ্যে নাটকের বেশকিছু পর্বের শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। হিমু বলেন,‘সুন্দরী’ চরিত্রে কাজ করার স্বপ্ন আমার বহুদিনের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুব ভালো লাগছে। আমি কৃতজ্ঞ ‘ছন্নছাড়া’ টিমের কাছে। নাটকে আমাকে দর্শক একেবারেই নতুনরূপে দেখতে পাবেন। বিশেষত যেসব শব্দে শ, স ও ছ ব্যবহৃত হয় সেসব স্থানে আমি ‘ত’ উচ্চারণ করি। এ বিষয়টি দর্শক উপভোগ করবেন। হিমু জানান, শিগগিরই নাটকটি এশিয়ান টিভিতে প্রচার শুরু হবে। এদিকে হোমায়রা হিমু অভিনীত ধারাবাহিক নাটক ‘ডিবি’ এটিএন বাংলায়, ‘বাদশাহ স্যারের বিবাহ’ বিটিভিতে, ‘প্রাণ কোকিলা’ চ্যানেল আইতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। হিমু অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’। সর্বশেষ তাকে চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত চলচ্চিত্র ‘এক কাপ চা’তে পারফর্ম করতে দেখা গেছে। ২৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে