হাসন রাজাবেশে মিঠুন আসছেন বাংলাদেশে
বিনোদন ডেস্ক : আগামী বছরের জানুয়ারীতে মুক্তি পেতে যাচ্ছে মরমী সাধাক হাসান রাজার উপর নির্মিত চলচ্চিত্র ‘হাসন রাজা’। ছবটির দৃশ্যধারণে কাজ শেষ হয়েছে। বর্তমানে ডাবিং এর জন্য অপেক্ষামান রয়েছে এটি।
তবে ভারতে বাপ্পী লাহিড়ীর স্টুডিওতে চলচ্চিত্রটির ডাবিং করার কথা থাকলেও ভিসা জটিলতায় ভারতে যেতে পারেনি বাংলাদেশি শিল্পীরা।
ড. সেলিম আল দীন, মঞ্জুরুল ইসলাম ও মাসুম রেজার রচনায় এটি নির্মাণ করছেন বৃটেন প্রবাসী চলচ্চিত্রকার রুহুল আমিন। হাসন রাজার ভূমিকায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।
গল্পে হাসন রাজা দুই নারীকে ভালোবাসেন। দুই নারীর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শামীমা তুষ্টি ও কলকাতার রাইমা সেন।
হাসন রাজাকে নিয়ে এটি প্রথম চলচ্চিত্র নয়। ২০০৩ সালে বরেণ্য নির্মাতা চাষী নজরুল ইসলাম করেছিলেন ‘হাছন রাজা’। ওই সিনেমায় অভিনয় করেছিলেন হেলাল খান, মুক্তি, শমী কায়সার, শিমলা ও ববিতা।
২৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�