বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৫:০৪:৩৯

বাংলাদেশে দেব ও শুভশ্রীর রোমান্স

বাংলাদেশে দেব ও শুভশ্রীর রোমান্স

বিনোদন ডেস্ক : কলকাতার রোমেন্টিক জুটি দেব ও শুভশ্রীকে দেখা যাবে ঢাকাতে। অাগামী ৩০ অক্টোবর হতে তারা এই দেশের হাজারো মানুষের চোখের সামনে নাচবেন, গাইবেন আর রোমান্স করবেন। হ্যাঁ। বিষয়টি সত্য। তারা বাংলাদেশে আসছেন। তবে সেটা বাস্তবে নয়, পর্দাতে। শুক্রবার থেকে এ জুটির অভিনীত ‘খোকাবাবু’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে । ভারতীয় সিনেমা নিয়ে নানা আলোচনা-সমালোচনা আর বিতর্ক থাকলে ছবি আমদানি রোধ করা সম্ভব হয়নি। তবে ছবিটির মুক্তি নিয়ে তেমন একটা প্রচারণা নেই বাংলাদেশে। ফলে বলা চলে এটি অনেকটা চুপিসারেই মুক্তি দেয়া হচ্ছে। ছবিটির আমদানীকারক ইনউইন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ‘৩০ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩৫টি’র মতো হল বুকিং হয়েছে। এখনো তিনদিন বাকি। আশা করছি ৫০টির মতো হল আমরা পাবো।’ প্রসঙ্গত ২০১০ সালে বাণিজ্য মন্ত্রনালয়ের অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটি ভারতীয় ছবি আমদানির উদ্যোগ নেয়। সেই ধারাবাহিকতায় ২০১২ সালে বেশকিছু ছবি তারা আমদানি করতে সক্ষম হয়। নানা প্রক্রিয়া ও নানা আন্দোলন ঠেকিয়ে অবশেষে ছবিগুলো একে একে মুক্তি পাচ্ছে। ডি শঙ্কর আইয়া পরিচালিত ‘খোকাবাবু’ মুক্তি পায় ২০১২ সালের ১৩ই জানুয়ারি। ছবিটি তেলেগু চলচ্চিত্র ‘ধীর’ এর রিমেক। ‘খোকাবাবু’ ছবিতে দেব ও শুভশ্রী ছাড়াও আরও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, লাবণী সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, আশীষ বিদ্যার্থী, শুভাশিষ মুখোপাধ্যায়। ২৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে