বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০৩:২৯:৪৪

সিঙ্গাপুরে দুই বাংলার মিলন ঘটাবে ঋতুপর্ণা

সিঙ্গাপুরে দুই বাংলার মিলন ঘটাবে ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : আলাপে মজেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জানেন কি কেমন সেই আলাপ? না! কোনও নতুন সিনেমা নয়। সিঙ্গাপুরে আলাপ নামের একটি সংস্থা তৈরি করেছেন নায়িকা। এ বছর থেকেই যার পথ চলা শুরু। এই সংস্থা প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সিঙ্গাপুরে দুই বাংলার মিলন ঘটাবে। আগামী ৩০ অক্টোবর সিঙ্গাপুর ‘স্কুল অফ আর্ট’-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নায়িকার কথায়, ‘‘সিঙ্গাপুর আমার সেকেন্ড হোম। অনেক দিন ধরেই এখানে কিছু করার ইচ্ছে ছিল। এ বছর থেকে আলাপ শুরু করলাম আমরা। এ বারের থিম রবীন্দ্রনাথ।’’ একদিনের এই অনুষ্ঠানে গান গাইবেন শ্রাবণী সেন, লিলি ইসলাম, রূপঙ্কর। থাকবে ঋতুপর্ণা সেনগুপ্তের নাচ। উপস্থিত থাকবেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেনরা। পরের বছর থেকে পেন্টিং এক্সিবিশন, ফ্যাশন শো করারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঋতুপর্ণা। বাঙালি ভাবনাকে আন্তর্জাতিক করার জন্যই তার এই উদ্যোগ বলে দাবি করেছেন নায়িকা। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে