বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ১০:০০:৪৮

মাইক্রোসফট কোম্পানির চাকরি করতে রাজি হননি শাকিব!

মাইক্রোসফট কোম্পানির চাকরি করতে রাজি হননি শাকিব!

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির কিং শাকিব খান গ্রাজুয়েশন শেষ করেছেন। খবরটি একটু চমকে উঠার মতোই। এ বয়সে তিনি গ্রাজুয়েশন শেষ করলেন! খবরটি কিন্তু সত্যি, তবে বাস্তবে নয়। বুলবুল বিশ্বাস পরিচালিত তার আসন্ন সিনেমা ‘রাজনীতি’ ছবিতে দেখা মিলবে গ্রাজুয়েশন শেষ করা শাকিব খানকে। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন অপু বিশ্বাস ও অানিসুর রহমান মিলন। এতে মিলনকে শাকিবের বড় ভাইয়ের চরিত্রে দেখা যাবে। ছবিটি সম্পর্কে বুলবুল বলেন, অয়নের বড় ভাই শাকিল রাজনীতির সঙ্গে যুক্ত। অয়নের মা-বাবা চান না সে-ও ভাইয়ের পথে হাঁটুক। কিশোর বয়সেই তাকে পাঠিয়ে দেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। সেখানেই সে পড়াশোনা করতে থাকে। কিন্তু দেশের প্রতি তার টান রয়ে যায়। এমনও হয় যে, সে সেখানেও দেশের পতাকা তুলে ধরার চেষ্টা করে। একসময় অয়নের গ্র্যাজুয়েশন শেষ হয়। চাকরি হয় মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানে। কিন্তু অয়ন চাকরিতে না ঢুকে চলে আসে বাংলাদেশে। অজুহাত, অনেক হয়েছে, এবার যা করার দেশেই করবে। এক সময় অয়নও রাজনীতিতে জড়িয়ে পড়ে। এখানে অয়নের ভূমিকায় আছেন চিত্রনায়ক শাকিব খান। তার বড় ভাই শাকিলের চরিত্রটি করছেন আনিসুর রহমান মিলন। তিনি আরও জানান, একটা চরিত্রের বৈশিষ্ট্য বোঝানোর জন্য যা যা করণীয় সবই করা হচ্ছে। বিশেষ করে শাকিব খানের বেলায় বেশি মনোযোগী সবাই। বুলবুল বিশ্বাস বলেছেন, আমার বিশ্বাস ছবিটিতে নতুন এক শাকিবকে পাবেন দর্শকরা। বাণিজ্যিক ছবিতে সাধারণত যেসব অসঙ্গতি ধরা পড়ে, ‘রাজনীতি’ সেখান থেকে বেরিয়ে আসবে বলে মনে করি। শাকিব ও মিলনের পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করছেন অপু বিশ্বাস। শাকিব ও অপু দু’জনের সঙ্গেই মিলনের প্রথমবার দেখা হচ্ছে বড়পর্দায়। ২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে