আজ অভিনেত্রী গীতা ও ক্রিকেটার হরভজন সিংয়ের বিয়ে
বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন 'দ্য ট্রেন' খ্যাত বলিউড অভিনেত্রী গীতা বসরা ও ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
জমকালো আয়োজনে সকালে ভারতের জালান্দারের হরভজনের নিজ বাড়িতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। বিয়েতে গীতা ডিজাইনার আরচানা কোচার ডিজাইনকৃত লাল-সোনালি রঙের নকশা করা লেহেঙ্গা পড়বেন।
তিনি ভারতীয় পাঞ্জাবি রীতিতে নিজেকে সাজাবেন। বিয়ের অনুষ্ঠানে গা-ভর্তি সোনার গয়না পরবেন। অন্যদিকে, হরভজন সাদা শেরওয়ানি পরবেন।
মিডডের খবরে জানা গেছে, গত কয়েক বছর ধরেই গীতা- হরভজন চুটিয়ে প্রেম করছেন। মাঝে তাদের সম্পর্কে অনেক চড়াই-উতরাইও গেছে। তবে শেষ পর্যন্ত বিশ্বাসের বন্ধনে অটুট থেকেছেন তারা।
হরভজন ও গীতার বিয়ের সাজে পুরো জালান্দারকেই সাজানো হয়েছে। ব্যানার, ফেস্টুনসহ বিয়ের আয়োজন পুরোপুরি পাঞ্জাবি স্টাইলে করা হয়েছে। সব মিলিয়ে নিজের বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত গীতা।
এ বিষয়ে ৩১ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, মনের মানুষকে বিয়ে করতে যাচ্ছি। তাই অনেক ভালো লাগছে। অনেক দিন অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমাদের প্রেম সত্যি ছিল বলেই পরিণয়ে রূপ নিতে যাচ্ছে। তবে মন কিছুটা খারাপ। কারণ হরভজনের ক্রিকেট ব্যস্ততার কারণে বিয়ের পরপরই আমরা হানিমুনে যেতে পারছি না। তবে নতুন বছরের ফেব্রুয়ারিতে পুরো মাসটা আমরা হানিমুন করব বলে ঠিক করেছি। এ মাসটিতে ভালোবাসা দিবস বলে আমরা এ পরিকল্পনা করেছি। সবাই আমাদের আশীর্বাদ করবেন।'
সূত্রটি আরো জানিয়েছে, ১ নভেম্বর গীতা-হরভজনের বিবাহোত্তর সংবর্ধনা প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এতে বলিউড তারকা ও ভারতীয় ক্রিকেটরা উপস্থিত থাকবেন। ওইদিনে গীতা মিরর ওয়ার্ক আর সিকুইনের মিলমিশে ইলেকট্রিক বস্নু লেহেঙ্গা-চোলিতে নিজেকে সাজাবেন বলে ঘনিষ্ঠসূত্রে জানা গেছে।
এদিকে, গত মঙ্গলবার গীতা-হরভজনের মেহেদি অনুষ্ঠান হয়েছে জমকালো আয়োজনে। এ অনুষ্ঠানে হরভজন ও গীতার পরিবার এবং কাছের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। মেহেদি অনুষ্ঠানে একটি গোলাপি রঙা লেহেঙ্গা পরেছিলেন গীতা। আর হরভজন পরেছিলেন সাদা টি-শার্ট ও ব্রাউন প্যান্ট।
নিজের মেহেদি অনুষ্ঠানে প্রাণ ভরে নেচেছেন গীতা বসরা। এছাড়া সঙ্গীতে গীতার সবুজ রঙের লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে হরভজন সাদা চুড়িদার ও গোলাপি জহর কোট আর একই রঙা পাগড়িতে সেজেছেন।
উল্লেখ্য, গীতা বসরা ২০০৬ সালে 'দিল দিয়া হ্যায়' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ২০০৭ সালে 'দ্য ট্রেন' ছবির মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর 'জিলা গাজিয়াবাদ', ' মি. জো ভি কারভালো', 'ভাইজি সুপারহিট'সহ প্রায় অর্ধ ডজন ছবিতে অভিনয় করেছেন।
২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�