ফারহানা মিলির ‘পাগলা হাওয়ার দিন’
বিনোদন ডেস্ক : মনপুরাখ্যাত অভিনেত্রী ফারহানা মিলি বর্তমানে খণ্ড নাটকের চেয়ে ধারাবাহিকে কাজ করা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নতুন ধারাবাহিকের মধ্যে তিনি শুরু করেছেন শুভাশীষ সিন্হার রচনা ও ফরিদের পরিচালনায় নাটক ‘পাগলা হাওয়ার দিন’।
এতে ফারহানা মিলির বিপরীতে অভিনয় করছেন সুপার হিরো ইমরান। এরইমধ্যে নাটকটির প্রথম লটের শুটিং শেষে দ্বিতীয় লটের শুটিং চলছে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, খুব চমৎকার একটি গল্পের নাটক ‘পাগলা হাওয়ার দিন’। আমার চরিত্রটিও একেবারেই নতুন। কিছু চরিত্র থাকে না এমন যে কাজ করতে এসে ভালোলাগা তৈরি হয়ে যায় চরিত্রটির প্রতি, এখানেও ঠিক তাই হয়েছে। অনেক ভালোলাগা নিয়ে কাজটি করছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।
মিলি জানান, আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এনটিভিতে নাটকটির প্রচার শুরু হবে। এদিকে ফারহানা মিলি অভিনীত পাঁচটি ধারাবাহিক নাটক এখন বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
এগুলো হচ্ছে মাজহারুল ইসলামের ‘একজন মায়াবতী’, বাশার জর্জিশের ‘উজান গাঙের নাইয়্যা সিরিজ টু’, মারুফ মিঠুর ‘তিনি আসবেন’, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘বাক্সবন্দী’ ও অরণ্য আনোয়ারের ‘দহন’।
২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�