শনিবার, ০৮ জুলাই, ২০১৭, ০৭:৩৯:৫২

আবারো ‘হট পোশাক’ পরে নেটদুনিয়া কাঁপালেন পুনম পাণ্ডে

আবারো ‘হট পোশাক’ পরে নেটদুনিয়া কাঁপালেন পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পুনম পাণ্ডে আবারও ‘হট পোশাক’ পরে নেটদুনিয়া কাঁপালেন। অনেকদিন তার কোন খবর ছিলনা।

সম্প্রতি হট বিকিনিতে বেশ কিছু সিডাক্টিভ, উত্তেজনাপূর্ণ ভিডিও তিনি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।  তিনি বিকিনি পরে যে খুব সহজে তা হ্যান্ডেল করতে পারেন তা আমাদের সকলের জানা।

ছবিতে দেখা যাচ্ছে তিনি একটা ব্ল্যাক বিকিনিতে।ছুলে বিনুনি করা।বেশ স্টাইলিশ লুক নিয়ে হাজির হয়েছেন ফ্যান দের সামনে। যে সকল ফ্যানরা তার জন্য পাগল ইতিমধ্যে এই ছবি গুলি তাদের কাছে ওষুধের মত কাজ করবে।

সবচেয়ে বেসি মাত্রায় গুগল এ সার্চ হওয়া অভিনেত্রীদের মধ্যে পুনম একজন। এই অভিনেত্রী এক সময় বলেছিলেন যদি ইন্ডিয়া বিশ্বকাপ জেতেন তো উনি স্ট্রিপ ডান্স করবেন।অভিনয়ের পাসাপাসি পুনম একজন জনপ্রিয় মডেল।

কিংফিশার এর রোল মডেল ও তিনি। এই ছবির আগে তার ইন্সটাগ্রামে ফ্যান ফলোয়ার্স ছিল ৮৬২ হাজার ।এই ছবির পর নিশ্চই তা লাখের ঘরে পৌছে যাবে।
০৮ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে