শিবলী আহমেদ : আশির দশকে বিটিভিতে ‘অন্তরঙ্গ’ নামক একটি অনুষ্ঠান হতো। উক্ত অনুষ্ঠানে ১৯৮২ সালে ‘এলোমেলো চুল আর ললাটের ভাঁজ’ নামক একটি গান গেয়ে সঙ্গীতাঙ্গনে প্রবেশ করেছিলো এই কিশোরী। বর্তমানে তিনি দেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। যারা ছবি দেখে আঁচ করতে পেরেছিলেন, তাদের প্রতি আর কিছুই বলার নেই। তবে যারা এখনও চিনতে পারেননি, তাদের প্রতি বলছি- ইনি হচ্ছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। তিনি নিজেকে কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। ১৯৮৩ সালে ঢাকার মাদারটেকে তোলা হয়েছিল কিশোরী কনকচাঁপার এই ছবিটি।
রুমানা মোর্শেদ কনকচাঁপা। ছবি: আবু সুফিয়ান জুয়েল; প্রিয়.কম।
বাবার কাছেই হয়েছিল তার সঙ্গীতের হাতে খড়ি। অতঃপর প্রয়াত সংগীতশিল্পী বশীর আহমেদ এবং স্বনামধন্য সুরকার মইনুল ইসলাম খানের কাছে সংগীতে তালিম নিয়ে এগোতে থাকেন সঙ্গীতের পথ ধরে। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুলসংগীত, লোকগীতিসহ প্রয় সব ধরনের গানেই তার কণ্ঠ শ্রোতার শ্রবণেন্দ্রিয়কে প্রশান্তি যোগায়। তার গাওয়া জনপ্রিয় গানগুলো হচ্ছে:
১) যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়,
২) কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল,
৩)চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে,
৪) আমার প্রেমের তাজমহল,
৫) অনন্ত প্রেম, তুমি দাও আমাকে,
৬)অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন,
৭) বাজারে যাচাই করে দেখিনি তো দাম,
৮) তালপাতার এক বাঁশি,
৯) তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ,
১০) তোমায় দেখলে মনে হয়।-প্রিয়.কম
এমটিনিউজ২৪/এইচএস/কেএস