মরেও আয় বেড়েছে মাইকেল জ্যাকসনের
বিনোদন ডেস্ক : মরে গিয়েও আয় বেড়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের। মিউজিক রেকর্ডিং বিক্রি থেকে এই আয় আসছে। এ বছর মাইকেল জ্যাকসনের রেকর্ডিং মিউজিক বিক্রিতে ৭৫ মিলিয়ন পাউন্ড আয় হয়েছে। বিশ্বব্যাপী ১ বিলিয়ন গানের রেকর্ডিং বিক্রি হয়েছে তার।
ফিনান্সিয়াল ম্যাগাজিন ফোরবেজ-এ তথ্য জানা গেছে।
বলা হয়েছে, তিন দশকের চেয়েও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মাইকেল জ্যাকসন। এই গায়ক জীবদ্দশায় ৭১৯ মিলিয়ন পাউন্ড আয় করেন। ২০০৯ সালে মৃত্যুর পর তার গান বিক্রি করে আয় হয়েছে ৬৫৩ মিলিয়ন পাউন্ড।
৩৬ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে দ্বিতীয় সারিতে রয়েছেন এলভিস প্রিসলি। ২৬ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে তৃতীয় স্থানে পিনার্ট কার্টুনিষ্ট চার্লস স্কুলজ। ১৪ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে চতুর্থ অবস্থানে বব মারলি। আর ১৩ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে শীর্ষ পাঁচে আছেন এলিজাবেথ টেইলর।
২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর প্রতিবছর ৬৫ মিলিয়ন পাউন্ড আয় হয় তার গানের রেকর্ডিং বিক্রি করে। তার গানের আয় জীবিত শিল্পীদের চেয়েও বেশি। জ্যাকসনের মৃত্যুর আগে ৩৯২ মিলিয়ন পাউন্ড ঋণ ছিল তার পরিবারের। কিন্তু পরে তার সুনামের ওপর ভর করে গানের রেকর্ডিং বিক্রি করে ঋণ মুক্ত হন জ্যাকসন পরিবার।
২০০৯ সালের ২৫ জুন মাইকেল জ্যাকসন ৫০ বছর বয়সে হার্ট এ্যাটাকে লস এঞ্জেলসের তার নিজ বাসায় মারা যান।
২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম