মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭, ০১:৪৪:৫২

সানি লিওন সম্পর্কে যে তথ্যগুলো এখনো জানেন না!

সানি লিওন সম্পর্কে যে তথ্যগুলো এখনো জানেন না!

বিনোদন ডেস্ক : সানি থেকে সানি লিওন হয়ে ওঠার আগে কী ছিল সানি? কেমন ছিল তার জীবন? দেখে নেওয়া যাক সানির অজানা কিছু তথ্য: খবর এবিপির।

১. পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন। তারপর পেন্টহাউস ম্যাগাজিনের এক চিত্র সাংবাদিকের সঙ্গে পরিচয়। ২০০১ সালে তখন থেকেই তার গ্ল্যামার দুনিয়ায় আসা।

২. বাবা মা তাকে ক্যাথোলিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন।

৩. ২০০৪ সালে অ্যান্টি বুশ প্রচারের জন্য নিজের চুল ছেটে ফেলে প্রতিবাদ জানান।

৪. ১৫ বছর বয়স থেকে রোজগার শুরু করেন। কাজ পান জার্মান বেকারিতে।

৫.  ২০০৪ সালে ‘দ্য গার্ল নেক্সট ডোর’-এ অতিথি চরিত্রে অভিনয় করেন। তার জীবনের দ্বিতীয় ছবি ‘ভারচুয়াল ভিভিড গার্ল সানি লিওন’। ছবিটি করে তিনি এভিএন অ্যাওয়ার্ড জেতেন। নীলজগতে যা অস্কারের সঙ্গে তুলনা করা হয়।

৬.  প্লেবয় এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল।

এমটি নিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে