মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭, ০৪:২৬:৩১

অভিনয়ে রবিনা কে চুমু খেতে গিয়ে হাত পা কেঁপে গেল এই তরুণ অভিনেতার

অভিনয়ে রবিনা কে চুমু খেতে গিয়ে হাত পা কেঁপে গেল এই তরুণ অভিনেতার

বিনোদন ডেস্ক: কোনও নবাগত অভিনেতা বা অভিনেত্রীর পক্ষে তাঁর প্রিয় অভিনেতাদের সঙ্গে এই ধরনের দৃশ্য করা আরও কঠিন হয়ে দাঁড়ায়। কতকটা সেই অবস্থাই হয়েছে আশিস বিস্তের সঙ্গে।

তিনি 'শব' সিনেমায় রবিনা ট্যান্ডনের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। এবং ছোটবেলার ড্রিম গার্ল রবিনার বিপরীতে এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘেমেনেমে একসা হয়েছেন এই নবাগত অভিনেতা।

এই সিনেমায় এমন এক চরিত্রে রবিনা অভিনয় করছেন যিনি নিজের বিবাহিত জীবন নিয়ে খুশি নন। ফলে স্বভাবতই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সিনেমায় রবিনার সেই পরকীয়া সঙ্গী আশিস।

অভিনয়ে রবিনা কে চুমু খেতে গিয়ে হাত পা কেঁপে গেল এই তরুণ অভিনেতার। আশিসের পক্ষে এমন অভিনয় করা আরও কঠিন হয়েছে কারণ তিনি শুধু বয়সে ছোটই নন, রবিনার একসময়ের ভক্তও।

পরিচালক যখন এমন দৃশ্যে অভিনয় করার কথা বলেন তখন আড়ষ্ঠ হয়ে যান আশিস। পরে রবিনাই অন্তরঙ্গ দৃশ্যে শ্যুট করার আগে আশিসকে রিল্যাক্স করিয়ে আড়ষ্ঠভাব কাটিয়ে তারপর দৃশ্য শ্যু করেন।-ওয়ান ইন্ডিয়া
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে