ঘোষণা দিয়ে ‘রাজনীতি’ ছাড়লেন জায়েদ খান
বিনোদন ডেস্ক : একেবারে বলে কয়ে ‘রাজনীতি’ থেকে বিদায় নিলেন সময়ের জনপ্রিয় নায়ক জায়েদ খান। আপাতত আর ‘রাজনীতি’ করছেন না তিনি।
পাঠকরা হয়তো কিছুটা বিভ্রান্তিতেই পড়ে গিয়েছেন। নায়ক আবার রাজনীতিতে যোগ দিয়েছিলেন কবে?
হ্যা, হ্যা দিয়েছিলেন। পরিচালক বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করার কথা ছিল জায়েদের। কিন্তু তা আর হচ্ছে না।
জায়েদ খান জানান, একই সময়ে আমাকে আরেকটি ছবির শুটিংয়ের কাজ শুরু করতে হয়। দুটো ছবির শিডিউল মেলানো খুব কঠিন হয়ে যাচ্ছিল। তা ছাড়া মনে হয়েছে, ‘মনের রাজা’ ছবির চরিত্রটাই গুরুত্বপূর্ণ। তাই ‘রাজনীতি’র পরিচালকের সঙ্গে আলাপ করেই ছবিটির সঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।
পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ছবিতে চুক্তির সময় জায়েদ ভাইকে বলেই নিয়েছিলাম যে, এ ছবিতে কিন্তু অডিশনের একটা ব্যাপার থাকছে। ছবির স্বার্থে সেটা করতেই হবে। শেষমেশ সবকিছু যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে আমরা দুজনে আলাপ করে সিদ্ধান্ত নেব— কাজটা কীভাবে এগিয়ে নেওয়া যায়। সেই আলাপের জের ধরেই এই সিদ্ধান্ত।-টক্কিজবিডি
৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�