বুধবার, ১৯ জুলাই, ২০১৭, ০৯:১৬:৫৪

মোশাররফ-নাবিলার ‘ঝামেলা আনলিমিটেড’

মোশাররফ-নাবিলার ‘ঝামেলা আনলিমিটেড’

বিনোদন ডেস্ক: ‘ঝামেলা আনলিমিটেড’। শামীম জামানের পরিচালনায় মালয়েশিয়ায় চিত্রায়িত ‘ঝামেলা আনলিমিটেড’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নাবিলা ইসলাম। শুটিং ব্যস্ততার পাশাপাশি বেশ আনন্দ ফুর্তিতেই মালয়েশিয়ায় সময় কাটাচ্ছেন নাবিলা ইসলাম।

মোশাররফ করিমের সেলফিতে নাবিলা ইসলাম। ছবি: নাবিলা ইসলাম এর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

এই ছবিটি মালয়েশিয়ার বিচ পোর্ট ডিকশোনে তুলেছেন তারা। নিজ থেকে বেশ কম সেলফিই তোলেন মোশাররফ করিম। তবুও এর আগে মোশাররফ করিমের সেলফিতে নাবিলা ইসলামকে দেখা গিয়েছে। সেটি ছিল মালয়েশিয়ার বীর্জয়া হিলস গলফ কান্ট্রি ক্লাবে তোলা।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে