বিনোদন ডেস্ক: তারকা দম্পতি তাহসান ও মিথিলার বিয়ে বিচ্ছেদের খবরে নাকি খুশির জোয়ার বইছে এক শ্রেণীর অবিবাহিত মেয়েদের মধ্যে। এই ধরনের একটি ফেসবুক ইভেন্টের আয়োজন করা হয়েছে ঢাকার ইডেন কলেজে।
২৩ জুলাই ইডেন কলেজে মিষ্টি বিতরণের একটি ফেসবুক ইভেন্ট খোলা হয়েছে।
ওই ইভেন্টের বর্ননায় বলা হয়েছে:
টাকা খরচে ইডেনের মেয়েদের ইতিহাস সবারই জানা। এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই।
তবে এবার সেই ইতিহাসকে পাতিহাস বানিয়ে নতুন এক অভিনব এবং ঐতিহাসিক সিদ্ধান্ত হাতে নিয়েছে ইডেন কলেজের স্বনামধন্য মেয়েরা। তাহসান-মিথিলার বিচ্ছেদে দিনভর মিষ্টি বিতরণ করবে সবার মাঝে।
দীর্ঘদিন ধরে শত হাজারো তাবিজ কবজ করেও তাহসানকে বশ করতে না পেরে অবশেষে “মিষ্টি বিতরণ” মানত করেছেল “ইডেন কলেজস্থ তাহসান সাপোর্টার্স এসোসিয়েশন।”
এই খুশিতে দিনভর মিষ্টি বিতরণের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হবে বলে জানালেন সংগঠণটির দায়িত্বশীল এক নেত্রী!
এমটিনিউজ২৪/টিটি/পিএস