শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৫:২৯:০২

মুক্তি পেয়েছে বিতর্কিত সিনেমা ‘গুড্ডু কি গান’

মুক্তি পেয়েছে বিতর্কিত সিনেমা ‘গুড্ডু কি গান’

বিনোদন ডেস্ক : বলিউডের সিনেমা ‘গুড্ডু কি গান’ নিয়ে বিতর্ক থাকলেও শেষমেশ সেন্সরের কাঁচির ধার থেকে বেঁচে গিয়েছে ছবিটি। ফলে অক্ষত অবস্থায় শুক্রবার (আজ) ভারতের একাধিক হলে মুক্তি পেয়েছে পরিচালক শান্তনু রায় চিব্বার ও শ্রীশাক আনন্দের এই সিনেমাটি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে কুণাল খেমু। তার অভিনীত চরিত্রকে ঘিরে থুড়ি লিঙ্গকে ঘিরেই এত কিছু! বিহারের বাসিন্দা গুড্ডু(কুণাল খেমু) কলকাতায় এসে ওয়াশিং পাউডার বিক্রি করে। তবে শুধু পাউডার বিক্রিই তার একমাত্র কাজ নয়। বিক্রি করতে যাওয়ার ছুতোয় বাড়ি বাড়ি গিয়ে বিবাহিত মহিলাদের ‘পটিয়ে’ তাদের সঙ্গে মেলামেশাও করত সে। একদিন সকালে উঠে গুড্ডু দেখে তার পুরুষাঙ্গ সোনালি ধাতুতে পরিণত হয়েছে! “গল্পের গরু গাছে ওঠে”-এই প্রবাদ বাক্যটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে ১২৪ মিনিট আপনি শুধু হেঁসে গড়িয়ে যাবেন৷ আর যদি বেশী বাস্ততবাদী হন তাহলে নাক-মুক সিঁটকে “গেল গেল রব” বলে হল ছাড়তে হবে৷ বলা যায়, প্রযোজক শচীন জৈন ও পরিচালক শান্তনু রায় চিব্বার ও শ্রীশাক আনন্দ আত্মবিশ্বাসের সঙ্গে এই বোল্ড মুভি বানিয়েছেন৷ টলিগ্ল্যাম পায়েলের এটাই বলিউড ডেবিউ ফিল্ম৷ কুণাল নিজের চরিত্রটা নিয়ে যে বেশ এনজয় করেছে সেটা তাঁর অভিনয়েই বোঝা গেল৷ ‘লে ছক্কা’র পায়েলের লুকের সঙ্গে গুড্ডুর পায়েলের লুকের বেশ মিল আছে৷ অভিনয়েও তাই৷ তান্ত্রিক দাদুর চরিত্রে বিপ্লব চট্টোপাধ্যায় ও ‘অ্যান্টিক মশাই’য়ের চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় নিজেদের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন৷ কলকাতাবাসীর কাছে বড় চমক হল, এই ছবির পুরো শ্যুটিংটাই হয়েছে এই শহরে৷ কুমোরটুলি, হগ মার্কেট ও মানিকতলার গলিগুঁজিতে শ্যুটিং হয়েছে এই অ্যাডাল্ট কমেডি ফিল্মের৷ গজেন্দ্র বর্মা, রাজু সর্দারের গান এই কমেডি ছবির বৃত্তকে সম্পূর্ণ করেছে৷ সবমিলিয়ে বলা যায়, ভালো-মন্দ বিচার না করে বরং কিছুটা স্ট্রেস ফ্রি হতে গুড্ডু কি গান আপনি দেখতেই পারেন৷ হলফ করে বলতে পারি, জোর করে আপনাকে হাসতে হবে না৷ গুড্ডুর “ডিসঅনেস্ট্রি”তে এতকাণ্ড হলেও তাঁর কমেডি “অনেস্ট্রি” আছে৷ তবে হাসির মজার মধ্যেও একটা মোদ্দা কথা আছে৷ এই সময়, এই ফেসবুক হোয়্যাটস অ্যাপের যুগে সম্পর্কে যৌনতাটাই যেন মুখ্য হয়ে উঠেছে৷অন্তত ইয়ং জেনরেশনের অনেকের ব্যবহারে তা উঠে আসে৷ ঠিক এই জায়গাতেই কমেডির ছলে বার্তা রেখে গিয়েছেন পরিচালক৷ হাসতে হাসতে যদি তা ধরতে পারেন তবে হান্ড্রেড পার্সেন্ট ‘লাভ’, নইলে ওই ‘গোল্ডেন ডিক’ই সই৷ ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে