শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০১:৩৯:১৪

দেশ স্বীকৃতি দিয়েছে, সরকার নয় : বিদ্যা

দেশ স্বীকৃতি দিয়েছে, সরকার নয় : বিদ্যা

বিনোদন ডেস্ক : অভিনেতা অনুপম খেরের পথেই হাঁটলেন বিদ্যা বালান। প্রতিবাদ জানিয়ে জাতীয় পুরস্কার ফেরাতে চাননা অভিনেত্রী। তার যুক্তি, দেশ তাঁকে এই স্বীকৃতি দিয়েছে, সরকার নয়। দু হাজার বারো সালে ডার্টি পিকচার ছবির জন্য জাতীয় পুরস্কার পান বিদ্যা বালন। বলিউড তারকা বিদ্যা জানিয়েছেন, ভবিষ্যতে রাজনীতিতে আসার কোনও ইচ্ছাই নেই তার। ইতিমধ্যেই দেশজোড়া অসহিষ্ণুতা ও এফটিআইআই প্রসঙ্গে কেন্দ্রের নীরবতার প্রতিবাদ জানিয়ে পুরস্কার ফিরিয়ে দিয়েছেন দিবাকর ব্যানার্জি, আনন্দ পট্টবর্ধনের মতো সিনেমা জগতের একাধিক ব্যক্তি। বিদ্যা বালানের বক্তব্যে সহমত রয়েছে বাঙালি পরিচালক কৌশিক গাঙ্গুলীরও। তারও মতে, প্রতিবাদের ভাষা আলাদা হতে পারে, তবে তা জাতীয় সম্মান ফিরিয়ে নয়। ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে