হিসাব-নিকাশ করতে ব্যর্থ ঐশ্বর্য
বিনোদন ডেস্ক : ক্যারিয়ার নিয়ে খুব একটা হিসেবি নন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী বচ্চন পরিবার বধূ ঐশ্বর্য রাই বচ্চন।
শুরুতে তিনি চিত্রনাট্য পছন্দ হলেই অভিনয় করেছেন। পারিশ্রমিক, পরিচালকের দক্ষতা কিংবা সহশিল্পীর বিষয়টি ততটা গুরুত্ব দেননি।
এ প্রসঙ্গে ঐশ্বর্য বলেন, 'যখনই সুযোগ এসেছে কাজ করেছি। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে অন্য বিষয়গুলো গুরুত্ব না দিয়ে শুধু চিত্রনাট্য ঘেঁটে দেখেছি। এর ফলে আমার অনেক ছবি ব্যবসায়িকভাবে মার খেয়েছে। এর খেসারত এখনো দিতে হচ্ছে।'
জানা গেছে, ১৬ বছরের ক্যারিয়ারে 'দেবদাস', 'যোদ্ধা আকবর', 'ধুম টু', 'মোহাব্বাত'-এর মতো কিছু জনপ্রিয় ছবি উপহার দিলেও তার অনেক ছবিই ব্যবসা সফল হয়নি।
বিশেষ করে বিয়ের পর তার ক্যারিয়ারে ভাটার টান তিব্র হয়। তাছাড়া ২০১১ সালে মা হওয়ার পর সন্তানই ঐশ্বর্যের ধ্যান-জ্ঞান হয়ে ওঠে। তবে দীর্ঘ বিরতির পর সম্প্রতি সঞ্জয় গুপ্তের 'জজবা'র মাধ্যমে আবারো রুপালি পর্দায় প্রত্যাবর্তন করেছেন তিনি।
কিন্তু এ ছবিটিও প্রত্যাশিত সফলতা অর্জন করেনি। এরপরই ঐশ্বর্য তার নিজের ভুল ঘেঁটে দেখতে শুরু করেন। সব ভেবে করে তার মনে হয়েছে, ক্যারিয়ার নিয়ে যথার্থ হিসাব-নিকাশ করতে ব্যর্থ হয়েছেন তিনি।
৩১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�