রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ১০:১৫:০৫

নয় দিনের মাথায় এ নিয়ে কথা বললেন মিথিলা

নয় দিনের মাথায় এ নিয়ে কথা বললেন মিথিলা

বিনোদন ডেস্ক: গায়ক, অভিনেতা তাহসান ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন, যে তাদের ১১ বছরের সংসার ভেঙে যাচ্ছে, । দুই জনের পক্ষ থেকেই এই ঘোষণা দেন তিনি। তবে এ নিয়ে মিথিলার পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে তাহসান ঘোষণা দেয়ার নয় দিনের মাথায় এ নিয়ে কথা বললেন মিথিলাও। জানান, সংসার টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি।

তাহসান গত ২০ জুলাই তার ফেসবুক পেজে জানিয়েছিলেন, সংসার ভেঙে যাচ্ছে তাদের। আর দুই বছর ধরেই আলাদা থাকছেন তারা। মিথিলা জানিয়েছেন, সংসার টিকিয়ে রাখার সম্ভব সব চেষ্টা করেও দুই জন মিলেই সিদ্ধান্ত নিয়েছেন আলাদা হয়ে যাওয়াই সবচেয়ে ভাল।

তাহাসান-মিথিলা জুটিকে ধরা হতো বাংলাদেশের আদর্শ তারকাজুটিগুলোর মধ্যে অন্যতম। অনেক ভক্তই তাদের অনুসরন করতেন, করতেন অনুকরণও। কিন্তু হুট করেই দিনকয়েক আগে তাদের বিচ্ছেদের ঘোষণা কাঁপিয়ে দেয় সারাদেশের মানুষকে। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত আলোড়ন ওঠে এ খবরে। বিনা মেঘে বজ্রপাতের মতই তারকা দম্পতির বিচ্ছেদের এ খবর মিডিয়া জগত থেকে শুরু করে সাধারণ মানুষকে ভীষণ রকম চমকে দিয়েছে। শুধু তাই নয় তাদের ভক্তরা তাদের আবার একসাথে দেখার জন্য ফেসবুকে ইভেন্ট পর্যন্ত খুলেছেন। তাদের ডিভোর্সের খবর প্রথমে তাহাসানের ফেসবুক পেজ থেকে আসে। আর এবার মিথিলাও এ নিয়ে মুখ খুলেছেন ফেসবুকে।

বেশ কিছুদিন আগে থেকেই এ তারকা দম্পতির সংসার ভাঙা নিয়ে নানান গুজব ছড়াচ্ছিল অনলাইন কিছু নিউজ পোর্টাল। কিছুটা সময় নিয়ে এ ব্যাপারে জানাতে চাইলেও তা আর হয়ে ওঠেনি মিথিলার পক্ষে। নানা মন্তব্য দেখে এবার মিথিলাও মুখ খুলেছেন তাদের ডিভোর্স নিয়ে। জানিয়াছেন দুই মাস আগেই তাদের ডিভোর্সের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আরও জানান প্রায় দুই বছর ধরে আলাদা ছিলেন তারা।

মিথিলা বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমাদের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। আমার পক্ষ থেকে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি বিয়ে টিকিয়ে রাখার। কিন্তু শেষ পর্যন্ত আমরা দুজনেই বুঝতে পেরেছি এটা আসলে সম্ভব না। আমাদের দুজনের সিদ্ধান্তেই আমরা ডিভোর্স নিয়েছি। আমরা দুজনই মনে করি এটাই আমাদের জন্য সবচেয়ে সিদ্ধান্ত ভাল ছিল।’

মিথিলা যোগ করেন, ‘আসলে দুজন মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন হতেই পারে। এরপরেও আমরা চেষ্টা করেছি। আমার যখন বিয়ে হয় তখন ২৩ বছর ছিল তাহসানের ২৬ বছর। এই ১১ বছর পরে এসে ভিন্ন ধরনের মানসিকতা হয়েছে হয়তো। বিচ্ছেদের খবর আমরা নিজেরাই দিতাম। মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম তার জন্য। কিন্তু কিছু গুজব ছড়ানোর কারণে আগেই জানিয়ে দিতে হয়েছে।’

২০০৬ সালে বিয়ে করেছিলেন বাংলাদেশের আলোচিত এই জুটি। ১১ বছরের সংসার শেষ হল এই ডিভোর্সের মধ্য দিয়ে। তাদের সংসারে একটি মেয়ে রয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে