রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ১০:৩৬:২৬

আজ ববিতার ৬৪তম জন্মদিন

আজ ববিতার ৬৪তম জন্মদিন

বিনোদন ডেস্ক: আজ ৩০ জুলাই রোববার বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ববিতার জন্মদিন। জানালেন, এবার তিনি ৬৪তম জন্মদিন উদযাপন করছেন। এই দিনটি নিয়ে একসময় যেমন খুব আগ্রহ ছিল, এখন আর তেমন নেই। ববিতার মতে, ‘এখন ভাবি, জন্মদিন আসা মানেই জীবন থেকে একটা বছর চলে যাওয়া। মনটা তখন খারাপ হয়ে যায়।’

গত কয়েকদিন ধরে ববিতা অসুস্থ। পুরোপুরি সুস্থ হতে আরও কয়েকদিন সময় লাগবে। সংবাদ মাধ্যমকে জানালেন, তাই এবার জন্মদিনে তেমন কোনো অনুষ্ঠান করবেন না। ঘটা করে জন্মদিন উদযাপন না করার আরও একটা কারণ রয়েছে, একমাত্র ছেলে অনিক আছেন কানাডায়। ববিতা বললেন, ‘ও দেশে থাকলে জন্মদিনের অনুষ্ঠান করতে ভালো লাগে।’

সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন ববিতা। ডিসিসিআইআই (ডিসট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল)–এর শুভেচ্ছা দূত তিনি। এর সঙ্গে যুক্ত হওয়ার পর প্রতি বছর ববিতার জন্মদিনে এমনি অনেক শিশু আসে তার বাসায়। সঙ্গে নিয়ে আসে ফুল। কথা ছিল, এবারও আসবে। না, ববিতা নিজেই তাদের নিষেধ করেছেন।

বোঝা যাচ্ছে, শরীরটা যেহেতু ভালো নেই, তাই আজ কোনো আয়োজনের সঙ্গেই নিজেকে যুক্ত করছেন না ববিতা।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে