রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ০১:২১:১০

সোনিকার মৃত্যু নিয়ে তৈরি হচ্ছে ছবি, বিক্রমের ভূমিকায় দেখা যাবে...

সোনিকার মৃত্যু নিয়ে তৈরি হচ্ছে ছবি, বিক্রমের ভূমিকায় দেখা যাবে...

বিনোদন ডেস্ক : সোনিকা সিংহ চৌহানের মৃত্যুকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সদ্য জামিন পেয়েছেন তিনি। গত ২৯ এপ্রিল রাতে লেক মলের সামনে যে ভয়াবহ দূর্ঘটনা ঘটে, তা নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে মানুষের মনে।

সে রাতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনও অনেক ধোঁয়াশা। এবার সোনিকার মৃত্যু নিয়ে তৈরি হচ্ছে ছবি, তবে সব প্রশ্নের উত্তর এবার পাওয়া যেতে পারে বড়পর্দায়। বিক্রমের ভূমিকায় দেখা যাবে কাকে?

এক বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, বিক্রম-সোনিকার দূর্ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবি। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন শঙ্কুদেব পাণ্ডা। হাওয়ায় ভাসছে, 'কমরেড' মুক্তি পাওয়ার পরই পরবর্তী ছবি নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন পরিচালক। ছবিতে বিক্রমের ভূমিকায় দেখা যেতে পারে সাহেব ভট্টাচার্যকে।

সোনিকার চরিত্রে অভিনয় করতে পারেন পূজারিণী ঘোষ। মনে করা হচ্ছে, ২৯ তারিখ রাতের দূর্ঘটনা ও তার নেপথ্যে থাকা ঘটনাগুলিকেই পর্দায় ফুটিয়ে তুলতে  পারেন শঙ্কুদেব। যদিও পরিচালকের থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ছবির শুটিং এখনও শুরু হয়নি বলেই সূত্রের খবর।

উল্লেখ্য, পরিচালকের প্রথম ছবি 'কমরেড' সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের বহু অজানা দিক তুলে ধরেছিল। পরবর্তী ছবিতে তিনি সোনিকার মৃত্যুকাণ্ড ঘিরে গড়ে ওঠা কোন রহস্যের উন্মোচন ঘটান, তা অবশ্য সময়ই বলবে।-এবেলা

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে