রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ০১:৪২:৩৫

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন পড়শী

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন পড়শী

বিনোদন ডেস্ক: ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন জনপিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। রোববার তার জন্মদিন। রাত ১২টা বাজতে না বাজতেই জন্মদিনের শুভেচ্ছা আসা শুরু। সেই শুভেচ্ছাতেই ভাসছেন তিনি। পড়শী জানালেন, পারিবারিক আবহাওয়ায় কাটবে তার এবারের জন্মদিন।

পড়শী ১৯৯৬ সালের ৩০ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রকৌশলী এহসান-উর-রশিদ এবং মা জুলিয়া হাসান গৃহিণী। তার একমাত্র ভাইয়ের নাম সিয়াত এহসান স্বাক্ষর।

ছোট বেলা থেকে নাচের প্রতি আগ্রহী হয়ে নাচ শেখেন পড়শী। পরবর্তীতে ক্লাসিক্যাল সংগীত শেখা শুরু করেন। ২০০৭ সালে সরকারি ভাবে আয়োজিত কমল কুড়ি নামক সংগীত প্রতিযোগিতায় দেশের গান ক্যাটাগরিতে বিজয়ী হন তিনি। ২০০৮ সালে চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় ২য় রানার আপ হন তিনি। পড়শীর প্রথম রেকর্ডিং ছিল ২০০৯ সালে একটি সিনেমার জন্য।

এরপর তার বেশ কিছু অ্যালবাম রিলিজ হয়। ২০১১ সাল থেকে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করতে শুরু করেন। ‘বর্ণমালা’ নামে তার একটি ব্যান্ড দল রয়েছে। এ ছাড়াও তিনি বিজ্ঞাপন ও বর্তমানে একটি চলচ্চিত্রেও কাজ করছেন। প্রকাশের অপেক্ষায় আছে তার বেশ কিছু গান।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে