রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ০২:৩২:১৫

শাকিব-মিম নয়, ওমর সানি-মৌসুমীকে দিয়ে শ্যুটিং শুরু

শাকিব-মিম নয়, ওমর সানি-মৌসুমীকে দিয়ে শ্যুটিং শুরু

বিনোদন ডেস্ক: আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার থেকেই 'আমি নেতা হব' ছবির শ্যুটিং শুরু হবে রাজধানীর আফতাব নগরে। তবে শাকিব খান ও মিমকে দিয়ে নয়। শুরু হবে ওমর সানি ও মৌসুমীর একটি গানের শ্যুটিং দিয়ে। এমনটাই বললেন ছবির পরিচালক উত্তম আকাশ।  

তিনি আরও বলেন, শাকিব খান বর্তমানে কলকাতায় আছেন। তিনি ফিরলে শ্যুটিংয়ে যোগ দেবেন। আর মিমের দৃশ্যধারণ শুরু হবে বুধবার থেকে।  

অন্যদিকে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার প্রধান নির্বাহী সেলিম খান বলেন, ইচ্ছা ছিল খুব ঘটা করে ছবিটির মহরত অনুষ্ঠান করবো। কিন্তু সামনে যেহেতু শোকের মাস তাই সিদ্ধান্ত পাল্টেছি। সোমবার শ্যুটিং শুরু করে দেবো। আর মহরতের এ অনুষ্ঠানটি সেপ্টেম্বরে করবো। তাছাড়া আমাদের প্রোডাকশনের তিনটি ছবিতে শাকিব খান ও মিমকে দেখা যাবে। তাই সেসময় অনুষ্ঠানটাও ব্যাপক আকারে করার পরিকল্পনা রয়েছে।  

শাপলা মিডিয়া থেকে আরও তিনটি ছবি নির্মিত হবে বলে জানালেন সেলিম খান। তিনি বলেন, 'উত্তম আকাশের পরিচালনায় 'স্বপ্নের বিদেশে' এবং কাজী হায়াতের পরিচালনায় 'তুমি কত দূরে' ছবি দুটি  নির্মাণের প্রাথমিক কাজকর্ম সেরে ফেলেছি। তবে আমাদের ড্রিম প্রজেক্ট হবে 'বাংলার বন্ধু' ছবিটি। এটি বিগ বাজেটের এবং বড় আকারে নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। আপাতত এর বেশি বলতে চাচ্ছি না।'
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে