রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ০৩:০৬:০২

একটি থাই স্যুপ, অন্যটি কর্ন স্যুপ : বুবলী

একটি থাই স্যুপ, অন্যটি কর্ন স্যুপ : বুবলী

বিনোদন ডেস্ক: 'দুইটি ছবি সম্পূর্ণ দুই ধরনের। ভিন্ন ভিন্ন মেজাজের। যদি মজা করে বলি একটি হলো থাই স্যুপ, অন্যটি কর্ন স্যুপ। ' শাহাদাৎ হোসেন লিটনের 'অহংকার' ও আব্দুল মান্নানের 'রংবাজ' ছবি প্রসঙ্গে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন বুবলী। সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহায় এ ডাবল ধামাকা নিয়ে বড় পর্দায় হাজির হবেন হালের আলোচিত এ লাস্যময়ী। তাই প্রস্তুতিটাও বুবলী সেভাবে নিচ্ছেন বলে জানালেন।  

বুবলী বলেন, 'অহংকার' ছবিটি পুরোপুরি প্রস্তুত। মুক্তির জন্য হাসফাঁস করছে। আর 'রংবাজ' ছবিটিও প্রস্তুত। যতদূর জানলাম, দুইটি ছবি ঈদুল আজহায় মুক্তি পেতে পারে। যদি তাই হয়, প্রচারণার কাজও শীঘ্র শুরু হবে বলে জানা গেছে। '

বুবলী আরও বলেন, 'গত ঈদেও দুটি ছবি মুক্তি পেয়েছিল আমার। এবারও মুক্তির অপেক্ষা জোড়া ছবি। তাই প্রত্যাশার সাথে সাথে একটু চাপ থাকাও স্বাভাবিক। আশা করি, দর্শকদের প্রত্যাশা এবারও পুরোপুরি পূরণ করতে পারবো। '

উল্লেখ্য, 'রংবাজ' ও 'অহংকার' ছবিতে বুবলীর বিপরীতে রয়েছেন হালের ঢালিউড সেনসেশন শাকিব খান। গত বছরে ঈদে বুবলীর 'বসগিরি' ও 'শ্যুটার' ছবি দুটি মুক্তি পায়। এ ছবি দুটিতেও তার নায়ক ছিলেন শাকিব খান।  
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে