রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ০৭:৪৩:৪৫

তাবলিগ জামাতে ধর্ম প্রচার করে বেড়াচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল

তাবলিগ জামাতে ধর্ম প্রচার করে বেড়াচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল

বিনোদন ডেস্ক: অভিনেতা অনন্ত জলিল ব্যবসার পাশাপাশি এখন ধর্ম প্রচারে মনোযোগী।  এখন ইসলামের প্রচারে তাবলিগ জামাতে ধানমণ্ডিতে রয়েছেন।  রবীন্দ্র সরোবরে অনন্ত জলির জুব্বা আর মাথায় পাগড়ি পরে উপস্থিত হন। তার সঙ্গে তাবলিগ জামাতের একদল লোকও ছিল।

তাবলিগ জামাতের সঙ্গে রাজধানীর ধানমণ্ডির এক মসজিদে এখন সময় কাটাচ্ছেন অনন্ত জলিল। তাবলিগের কাজে শনিবার সন্ধ্যায় অনন্ত জলিল ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত হন। তিনি সেখানে উপস্থিত থাকবেন তা আগেই এক ভিডিওবার্তায় তার ভক্তদের জানিয়েছিলেন। এ সময় তাকে দেখে হাজারও মানুষের ঢল নামে সেখানে। এ সুযোগে তিনি ইসলাম ধর্মের কথা শোনান ভক্তদের।

এ সময় অনন্ত জলিল বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি নিয়ম-কানুনই মানুষের শান্তির জন্য। তাই আসুন আমরা ইসলামের পথে চলি। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি।

উল্লেখ্য, ২০১০ সালে ঢাকাই ছবিতে অভিষিক্ত হন অনন্ত জলিল। তার অভিনীত ছবিগুলো খোঁজ দ্য সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু ও নিঃস্বার্থ ভালোবাসা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে