বিনোদন ডেস্ক: জিসম টু’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে ২০১২’তে। এরপর তাকে দেখা গেছে তামিল ও কন্নড় ভাষার ছবিতে। এবারে বাংলা সিনেপাড়া মাতাতে আসছেন আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন।
হিন্দুস্তান টাইমস বলছে, চলতি বছরের শেষেই মুক্তি পাচ্ছে সানি লিওনের প্রথম বাংলা সিনেমা ‘সেরা বাঙালি’। এ মুহূর্তে ছবিটির দৃশ্যধারণের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। স্বপন সাহা পরিচালিত এ সিনেমায় সানির বিপরীতে দেখা যাবে কমেডি অভিনেতা রাজপাল যাদবকে।
সানি ও রাজপাল ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন উল্কা গুপ্ত, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জী ও শক্তি কাপুর। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন মনি শর্মা ও নৃত্য পরিচালক প্রভু দেবা। এর আগে ‘জিসম টু’, ‘শ্যুট আউট অ্যাট ওয়ারালা’, ‘সিং ইজ ব্লিং’, ‘মাস্তিজাদে’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে তাকে।
এ ছাড়া ‘রইস’ সিনেমায় ‘লায়লা ও লায়লা’ গানের রিমেকে নেচে সাড়া ফেলে দিয়েছিলেন এ অভিনেত্রী। সম্প্রতি ‘বাদশাহো’ সিনেমার আইটেম গানে ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধতে হয়েছেন এ আবেদনময়ী অভিনেত্রীকে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস