শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৫:০৮:১৯

রিয়াজের অপেক্ষায় ‘কৃষ্ণপক্ষ’

রিয়াজের অপেক্ষায় ‘কৃষ্ণপক্ষ’

বিনোদন ডেস্ক : নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। ছবিটি আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি দেয়ার কথা। আর এটি নির্মাণের ঘোষণা আসল সেপ্টেম্বরের শেষ নাগাদ। অর্থাৎ, মাত্র ৪০ দিনে সব কাজ শেষ হবে। তার পর মুক্তি পাবে। সব কিছুই ঠিকঠাক ছিলো। কিন্তু বাঁধ সাধলো ছবির মুল চরিত্র রিয়াজের অসুস্থ্যতা। আপাতত রিয়াজের অসুস্থতাসহ নানা কারণে সিনেমাটির শুটিং এখনো বাকি। তবে নির্ধারিত দিনে ছবি মুক্তি না পেলেও চালু হবে ‌’কৃষ্ণপক্ষ’র ওয়েবসাইট। প্রকাশ হবে ‘‌মেকিং অব কৃষ্ণপক্ষ’। ‌ ‘কৃষ্ণপক্ষ’র শুটিং শুরু হয় ২ অক্টোবর। ১৯ অক্টোবর হঠাৎ করেই শুটিংস্পটে হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। হৃদপিণ্ডে চারটি ব্লক ধরা পড়লে জরুরি অস্ত্রোপচার করে একটি ব্লকে রিং পরানো হয়। ২৪ অক্টোবর দুপুরে তিনি বাসায় ফিরেন। চিকিৎসক জানান, তাকে কমপক্ষে দুই মাসে বিশ্রামে থাকতে হবে। এ ছাড়া আগামী দুই-তিন দিনের মধ্যে রিয়াজের হৃৎপিণ্ডে আরেকটি রিং পরানো হতে পারে বলে চিকিৎসকের বরাত দিয়ে একটি দৈনিককে জানিয়েছেন ‘কৃষ্ণপক্ষ’ ছবির নির্মাতা মেহের আফরোজ শাওন। সিনেমাটি পিছিয়ে যাওয়া সম্পর্কে পরিচালক শাওন বলেন, ‘দেশে এবং দেশের বাইরের কারো জানতে বাকি নেই যে, রিয়াজ ভাই অসুস্থ। হার্ট অ্যাটাকের ওপর তো মানুষের হাত নেই। বিষয়টি এমন নয় যে, ছবিটা আর হচ্ছে না। আর ব্যাপাটি এমনও নয় যে, রিয়াজ ভাইও আর কখনো অভিনয় করতে পারবেন না। আমার বিশ্বাস, দর্শক এই ব্যাপারগুলো অবশ্যই বুঝবেন। আমি মনে করি, আমাদের দর্শকেরা অত্যন্ত বুঝমান। শিগগিরই তাদের অপেক্ষার অবসান ঘটবে।’ ৩১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে