বিনোদন ডেস্ক: আজ ২ আগস্ট ওমর সানী ও মৌসুমীর বিবাহবার্ষিকী। ২২ বছর আগে ১৯৯৫ সালের এই দিনেই এই ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। এই তারকা দম্পতির ঘরে এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। ছেলে ফারদিন ও কন্যা ফাইজাকে নিয়ে এই তারকা দম্পতি বেশ সুখে আছেন।
আজ তাদের বিবাহবার্ষিকীতে ওমর সানী সোশাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, আজ আমাদের বিবাহবার্ষিকী। আপনাদের সবার কাছে মহামূল্যবান একটি উপহার আশা করছি, সেটি হলো দোয়া। আপনারা সবাই আমাদের ও আমার পরিবারের সবার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমাদের সুখে, শান্তিতে ও সুস্থ রাখে।
সানী আরো লেখেন, 'আমার দুটি সন্তান ফারদিন ও ফাইজা ওদের জন্য দোয়া চাই আপনাদের কাছে, মহান আল্লাহ যেন ওদের মানুষের মতো মানুষ করে ও সুস্থ রাখে। আপনারা সবাই ভালো থাকবেন। মহান আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ ও শান্তিতে রাখে।
মৌসুমী বলেন, 'আমার জীবনে সানীর ভূমিকা কী এটা যদি অল্প কথায় বলতে হয়, তাহলে খুব অবিচার করা হয়ে যায়। তারপরও বলতে হয়, আমার সুন্দর এই জীবনের জন্য কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমার বাবা-মায়ের কাছে, তারপরই সানীর কাছে।
বিশেষ করে আমার বাবার মৃত্যুর পর সানী আমাদের পুরো পরিবারে যে ভূমিকা রেখে আসছে তার কোনো তুলনাই হয় না। আমাদের ভাই নেই, ভাইয়ের অভাবও পূরণ করেছে সানী। সংসার জীবনে ঝগড়া হওয়াটা স্বাভাবিক। এটাই সংসারের নিয়ম। আমরা যেন আমৃত্যু দুজন দুজনার হয়ে থাকতে পারি এই দোয়া চাই। আমার সন্তানদের জন্য দোয়া করবেন সবাই। '
এমটিনিউজ২৪/এম.জে