বিনোদন ডেস্ক : বৃহস্পতি তার তুঙ্গেই বলা চলে। হলিউডে ট্রিপল এক্স পর্বের রেশ এখনও রয়েছে। এর মধ্যেই বলিউডে পুরোদমে চলছে ‘পদ্মাবতী’র কাজ। কিন্তু এরই মাঝে নয়া বিতর্কে জড়ালেন দীপিকা পাড়ুকোন। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তার খোলামেলা ছবি। এমনটা কেন করলেন নায়িকা? উঠছে প্রশ্ন।
নাহ, নায়িকা এমন কিছুই করেননি। তিনি নিজে ছবি বিকৃতির শিকার। ছবিটি ভাল করে দেখলেই বোঝা যাবে অন্য কোনও মডেলের খোলামেলা দেহের উপর ফটোশপ করে বসানো হয়েছে দীপিকার মুখ। আর কৃষ্ণাঙ্গ মডেলের শরীর আঁকড়ে দাঁড়িয়ে রয়েছেন সেই মডেলই। কেননা চেহারায় দীপিকার সঙ্গে কোনও মিলই পাওয়া যাচ্ছে না।
ছবিটি আবার আপলোড করা হয়েছে ম্যাক্সিম নামক প্রখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদের আকারে। কভারে এও লেখা হয়েছে কীভাবে পুরুষতান্ত্রিক গ্ল্যামার জগতে দাপিয়ে বেড়াচ্ছেন দীপিকা। তবে পুরোটাই মিথ্যা। নায়িকার এহেন অপমানে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। যদিও এ নিয়ে নায়িকার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি। তিনি এখন ব্যস্ত ‘পদ্মাবতী’র শুটিংয়ে।
অবশ্য ম্যাক্সিম ম্যাগাজিনের প্রচ্ছদে ডলতি বছরের জুন ও জুলাইয়ের সংস্করণে দীপিকার ছবি সত্যিই উঠে এসেছে। আর তাতে সাদা পোশাকে নিজেকে তুলে ধরেছেন দীপিকা। আর তাকে ‘হটেস্ট ওম্যান অফ দ্য ইয়ার’ তকমা দেওয়া হয়েছে। আসল ছবি এটিই।
আসলে সময়ের থেকেও যেন একটু বেশি গতিতেই এগিয়ে চলেছে প্রযুক্তি। আর এর কল্যাণে সুযোগ যেমন বাড়ছে, তেমনই বাড়ছে সুযোগসন্ধানীর সংখ্যা। অপব্যবহারের নিদর্শন প্রায়ই মেলে খবরের শিরোনামে। বিশেষ করে তা যদি সেলিব্রিটি সংক্রান্ত হয়। আর মহিলা তারকা?
কে কোথায় ওয়ার্ডরোব ম্যালফাংশনের শিকার হচ্ছে, কোথায় আবার বডি শেমিং হচ্ছে – সমস্ত খবর ইদানীং সোশ্যাল মিডিয়া মারফতই ছড়িয়ে পড়ছে মানুষের কাছে। ভাইরাল হচ্ছে বিকৃত ছবি। নেটদুনিয়ায় এমন ছবি বিকৃতিরই সাম্প্রতিক শিকার হলেন খোদ বলিউডের ‘মস্তানি’।
এমটিনিউজ/এসএস