বুধবার, ০২ আগস্ট, ২০১৭, ০৭:৪২:০৫

মাতাল অবস্থায় শাহরুখকে জড়িয়ে ধরলেন এক যুবতী!

মাতাল অবস্থায় শাহরুখকে জড়িয়ে ধরলেন এক যুবতী!

বিনোদন ডেস্ক : বলিউডে আড়াই দশক কাটিয়ে ফেলার পরেও, এখনও গালে টোল ফেলা হাসিতে যে কোনও মহিলাকে মাত করতে পারেন শাহরুখ খান। এক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। তবে শাহরুখ মহিলাদের কখনও অসম্মান করেন না।

মহিলারা তার সঙ্গে খারাপ ব্যবহার করলেও, শাহরুখ খুব ভালভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন। এমনই জানালেন ‘জব হ্যারি মেট সেজল’ ছবির পরিচালক ইমতিয়াজ আলি। শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার ঘটনার কথা বলতে গিয়েই মহিলাদের সঙ্গে বলিউড বাদশার ব্যবহারের কথা উল্লেখ করেছেন ইমতিয়াজ।

তিনি বলেছেন, ‘লন্ডনে একটি চলচ্চিত্র উৎসব উপলক্ষে গিয়েছিলাম। আমরা সবাই ঘুরে বেড়াচ্ছিলাম। সেই সময় দেখি শাহরুখ হোটেলের একটি সরু করিডর থেকে বেরিয়ে আসছে। একটি মেয়ে মাতাল অবস্থায় শাহরুখকে জড়িয়ে ধরছে। কিন্তু ও মেয়েটিকে বিন্দুমাত্র অপমান না করে দারুণভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। কোনও সময়েই মেজাজ হারাচ্ছে না।’

ইমতিয়াজ আরও বলেছেন, ‘এই ঘটনার সময় শাহরুখের সঙ্গে তার স্ত্রী গৌরীও ছিলেন। সবাই ওই মেয়েটিকে সামাল দেওয়ার চেষ্টা করছিল। তবে বিশেষ করে শাহরুখ মেয়েটির সঙ্গে খুব ভাল ব্যবহার করছিল। ও আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। আমরা অনেকক্ষণ কথা বলি। মেয়েটি সারাক্ষণ ও শাহরুখ, ও শাহরুখ করে যাচ্ছিল। আমরা যেভাবে স্কার্ফ নিজের আয়ত্তে রাখি, সেভাবেই মেয়েটিকে সামাল দিচ্ছিল শাহরুখ। ও মেয়েটির একটি হাত নিজের কাঁধের একপাশে রেখে আমার সঙ্গে কথা বলছিল।’

এই প্রথম ইমতিয়াজের পরিচালনায় ছবি করেছেন শাহরুখ। শুক্রবার ‘জব হ্যারি মেট সেজল’ মুক্তি পাচ্ছে। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে