বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ১০:১২:০৯

এবার নিজের ‘হট অশীল’ ছবি প্রকাশ করে নেটদুনিয়ায় সব থেকে আলোচিত এষা

এবার নিজের ‘হট অশীল’ ছবি প্রকাশ করে নেটদুনিয়ায় সব থেকে আলোচিত এষা

বিনোদন ডেস্ক: গত বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে বেশ আলোচনার মধ্যে রয়েছেন এষা গুপ্তা। কারণ এই সময়ে ধারাবাহিকভাবে নিজের হট ছবি প্রকাশ করেছেন তিনি।

সব মিলিয়ে সোশ্যাল সাইটের সব থেকে আলোচিত টপিক এখন এষা। তার সেনসুয়াস ছবিগুলো ঝড় তুলেছে ইন্টারনেটে। এইসবের সূত্রপাত একটি ভিডিও থেকে, যার ক্যাপশন ছিলো ‘কামিং সুন’। সেই ভিডিওতে এষা নিজেকে মেলে ধরেছেন বোল্ড মেজাজে।

এর আগেও কালো অন্তর্বাসে এষা নজর কেড়েছেন ইন্সটাগ্রামে। এবার আবারও ইনস্টাগ্রামের উত্তাপ বাড়ালেন একটি অশীল ছবি প্রকাশের মধ্যে দিয়ে। এ ছবিতে শরীরে কিছুই পড়েননি বলিউডের এই বম্বশেল। আর এই ছবির মাধ্যমে নতুন করে তিনি ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে এষা কেন একের পর এক হট অশীল ছবি প্রকাশ করছেন তার কারণ এখনও জানা যায়নি। কিন্তু বিষয়টি নিয়ে এরই মধ্যে তোলপাড় বলিউড পাড়াও। অনেকেই মনে করছেন কেবল আলোচনায় আসতেই নিজের শরীর প্রদর্শন করছেন তিনি। আবার অনেকে বলছেন তিনি তার নতুন ছবির প্রচারনা করছেন বোধহয়, যেখানে বোল্ড এষাকেই খুঁজে পাওয়া যাবে।
এমটনিউিজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে