বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অনন্য দুই নাম ওমর সানি ও মৌসুমী। জনপ্রিয় জুটি হিসেবে বড় পর্দায় দীর্ঘদিন কাজ করেছেন তারা। এখনও সমান তালে কাজ করছেন। প্রিয়দর্শিনী মৌসুমী ভালোবেসে চিত্রনায়ক ওমর সানিকে বিয়ে করেছিলেন ১৯৯৬ সালের ২রা আগস্ট। এই তারকা জুটির বিয়েবার্ষিকী ছিল গত ২রা আগস্ট।
দাম্পত্য জীবনের ২১টি বছর পার করলেন তারা। চলচ্চিত্রের দৃষ্টান্ত স্থাপনকারী তারকা দম্পতি তারা, হয়েছেন দর্শকের কাছে প্রিয় জুটি। অন্যান্য দিনের মতো গত ২রা আগস্ট স্বাভাবিক একটি দিনই অতিবাহিত করছিলেন তারা দু’জন। তবে সন্ধ্যার পর রাজধানীর উত্তরাতে অবস্থিত মৌসুমী-সানির ছেলে ফারদিনের রেস্তোরাঁ ‘মেরি মন্টানা’তে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
রাজা এবং রাণী’র বেশে দুটি ভিন্ন আসনে বসা সুখী এই তারকা দম্পতিকে অনেকেই এসে শুভেচ্ছা জানান এবং তাদের জন্য দোয়া কামনা করেন। ‘মেরি মন্টানাতে’ উপস্থিত হয়ে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক বাপ্পারাজ, আমিন খান ও তার স্ত্রী স্নিগ্ধা, অমিত হাসান ও তার স্ত্রী লাবণী, নাট্যনির্মাতা আরিফ খানসহ আরো অনেকে।
মৌসুমী বলেন, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে দাম্পত্য জীবনের এতটা বছর কীভাবে যে পার করেছি, ভাবলেই অবাক হই। সত্যি বলতে কী সানি খুব ভালো মনের একজন মানুষ। আমাকে প্রতিটি মুহূর্তে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে। আর সন্তানদের প্রতিও সানি খুব দায়িত্বশীল।
ওমর সানি বলেন, ঘটা করে এবার অনুষ্ঠান করিনি। কিছু কাছের মানুষরা এসে শুভেচ্ছা জানিয়েছে এবং আমরা আড্ডা দিয়েছি, এই তো। আমার জীবনের অনেক বড় আশীর্বাদ মৌসুমী। সে আমার জীবনটাকে অনেক গুছিয়ে দিয়েছে। যে জীবনে মৌসুমী ছিল না, সে জীবন কেমন ছিল আমি জানি না। কিন্তু মৌসুমীর সঙ্গে আমার পথচলা শুরু হওয়ার পর জীবন সুখের ও আনন্দের হয়েছে। মৌসুমীর তুলনা সত্যিই শুধু সে-ই। বাংলাদেশের চলচ্চিত্রে তার অবদান অপরিসীম। মৌসুমীর জন্য সবসময়ই আমার ভালোবাসা থাকবে, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন মৌসুমী, আমাকে ও আমাদের সন্তানদের সুস্থ রাখেন, ভালো রাখেন।
ওমর সানি-মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্র ছিল ‘দোলা’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপর একই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ‘স্নেহের বাঁধন’ ইত্যাদি। ওমর সানি-মৌসুমী বর্তমানে উত্তম আকাশের ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত।
এমটিনিউজ/এসএস